ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা জিয়াউল হাসান স্বপন গ্রেপ্তার বিএনপির ১১ টি সংগঠনের বাইরে কোন সংগঠন নেই বর্তমান সময়ে সুষ্ঠ নির্বাচনের কথা কল্পনাও করা যায় না – জামায়াত আমির ৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি

মেসির ওপর পাল্টা ক্ষোভ ঝাড়লেন পিএসজি সভাপতি

নওরোজ স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৯:১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ২০১ Time View

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার স্কোয়াডে থাকা সব ফুটবলার তাদের নিজ নিজ ক্লাবে ফেরার পর যেভাবে উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন, ফরাসী ক্লাব পিএসজিতে তুলনামূলক সে সম্মানটুকু পাননি তিনি।

অভিযোগটি করেছেন খোদ ফুটবলের মহাতারকা, পিএসজির সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। তার অভিযোগ, পিএসজি তাকে শিরোপা জয়ের যথাযথ স্বীকৃতি দেয়নি।

মেসির সমালোচনার মুখে পড়াপর পর এবার কড়া জবাব দিলেন প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) সভাপতি নাসের আল-খেলাইফি। রীতিমত এই ফুটবল তারকার উপর ক্ষোভ ঝাড়লেন তিনি।

আর্জেন্টাইন তারকার অভিযোগ উড়িয়ে দিয়ে পিএসজি সভাপতি বলেন, ‘মেসির জন্য আমরা কি করেছি, সবাই দেখেছে। অনুশীলনে আমরা মেসিকে অভ্যর্থনা দিয়েছিলাম। সে ভিডিও আমরা জনসম্মুখে প্রকাশও করেছিলাম। এছাড়া ব্যক্তিগতভাবেও আমরা তার বিশ্বজয়কে উৎযাপন করেছি।’

সম্প্রতি আরএমসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাসের আল খেলাইফি বলেন, ‘সম্মানের সাথেই বলছি, পিএসজি ফ্রান্সের একটি ফুটবল ক্লাব। স্টেডিয়ামে জনসম্মুখে মেসির বিশ্বজয়কে উৎযাপন করা আমাদের জন্য অত্যন্ত সংবেদনশীল।

ফ্রান্স বিশ্বকাপ জিততে পারেনি কিন্তু ফ্রান্সকে আমাদের অবশ্যই সম্মান করতে হবে। পিএসজি দলে ফ্রান্সের ফুটবলাররাও রয়েছে। এখানে আমাদের একনিষ্ঠ সমর্থকও রয়েছে।’

যদিও মেসিকে পিএসজির অনুশীলনে ফেরার পর গার্ড অব অনার দেওয়া হয়েছিল, তবুও কোথায় যেন তার ক্ষোভ রয়েই যায়। দুই বছরের চুক্তি শেষে ক্লাবটির সঙ্গে সে চুক্তি নবায়ন করেননি এই ফুটবল জাদুকর।

ফলে চলতি বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন মেসি। সেখানে তিনি দারুণ ছন্দে রয়েছেন।

প্রায় প্রতি ম্যাচেই গোল করছেন।

Please Share This Post in Your Social Media

মেসির ওপর পাল্টা ক্ষোভ ঝাড়লেন পিএসজি সভাপতি

নওরোজ স্পোর্টস ডেস্ক
Update Time : ০৯:১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার স্কোয়াডে থাকা সব ফুটবলার তাদের নিজ নিজ ক্লাবে ফেরার পর যেভাবে উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন, ফরাসী ক্লাব পিএসজিতে তুলনামূলক সে সম্মানটুকু পাননি তিনি।

অভিযোগটি করেছেন খোদ ফুটবলের মহাতারকা, পিএসজির সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। তার অভিযোগ, পিএসজি তাকে শিরোপা জয়ের যথাযথ স্বীকৃতি দেয়নি।

মেসির সমালোচনার মুখে পড়াপর পর এবার কড়া জবাব দিলেন প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) সভাপতি নাসের আল-খেলাইফি। রীতিমত এই ফুটবল তারকার উপর ক্ষোভ ঝাড়লেন তিনি।

আর্জেন্টাইন তারকার অভিযোগ উড়িয়ে দিয়ে পিএসজি সভাপতি বলেন, ‘মেসির জন্য আমরা কি করেছি, সবাই দেখেছে। অনুশীলনে আমরা মেসিকে অভ্যর্থনা দিয়েছিলাম। সে ভিডিও আমরা জনসম্মুখে প্রকাশও করেছিলাম। এছাড়া ব্যক্তিগতভাবেও আমরা তার বিশ্বজয়কে উৎযাপন করেছি।’

সম্প্রতি আরএমসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাসের আল খেলাইফি বলেন, ‘সম্মানের সাথেই বলছি, পিএসজি ফ্রান্সের একটি ফুটবল ক্লাব। স্টেডিয়ামে জনসম্মুখে মেসির বিশ্বজয়কে উৎযাপন করা আমাদের জন্য অত্যন্ত সংবেদনশীল।

ফ্রান্স বিশ্বকাপ জিততে পারেনি কিন্তু ফ্রান্সকে আমাদের অবশ্যই সম্মান করতে হবে। পিএসজি দলে ফ্রান্সের ফুটবলাররাও রয়েছে। এখানে আমাদের একনিষ্ঠ সমর্থকও রয়েছে।’

যদিও মেসিকে পিএসজির অনুশীলনে ফেরার পর গার্ড অব অনার দেওয়া হয়েছিল, তবুও কোথায় যেন তার ক্ষোভ রয়েই যায়। দুই বছরের চুক্তি শেষে ক্লাবটির সঙ্গে সে চুক্তি নবায়ন করেননি এই ফুটবল জাদুকর।

ফলে চলতি বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন মেসি। সেখানে তিনি দারুণ ছন্দে রয়েছেন।

প্রায় প্রতি ম্যাচেই গোল করছেন।