ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কালীগঞ্জে ঈদ পূর্নমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ রংপুরে তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার যৌথবাহিনীর হাতে রসিক কাউন্সিলর গ্রেফতার লোহাগাড়া সড়ক দূর্ঘটনা ট্রাজেডি: মৃত্যুর মিছিলে যুক্ত হল আরও ৩জন লোহাগাড়ায় থামছেইনা মহাসড়কের মৃত্যুর মিছিল, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত ৯ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ১২০ পরিবারে ঈদ পালন লঞ্চ থেকে আবর্জনা নদীতে ফেললে নেয়া হবে ব্যবস্থা রংপুরে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে আটটায় বরগুনায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত

মেসির এক গাড়ির দামে কেনা যাবে ১০টি রোলস রয়েস

নওরোজ স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৯:২৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
  • / ৩২৪ Time View

তারকা ফুটবলার লিওনেল মেসির পেশাদার জীবন নিয়ে যতটা আগ্রহ আছে ভক্তদের তেমনি আছে ব্যক্তিগত জীবন নিয়েও।

আর্জেন্টিনার জাতীয় দলের খেলোয়াড় লিওনেল মেসির ভক্ত আছে সারাবিশ্বে।

সাদামাটা জীবন কাটানো এই তারকার ব্যবক্তিগত জীবনও বেশ সাদামাটা। স্ত্রী-সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

তবে মেসির যে গাড়ি সংগ্রহের শখ আছে এ কথা জানতেন কি? নানা সময় আরেক তারকা ফুটবলার ক্রিশিয়ানো রোনালদোর গাড়ির খবর জানা যায়। যা তার ভক্তদের বিস্মিত করেছে বারবার।

তবে আজ জানাবো মেসির গ্যারেজের খবর। যেখানে আছে বিশ্বের অন্যতম দামি ও বিরল মডেলের গাড়ি।

মেসির সেই গাড়ির দামে কেনা যাবে ১০টি রোলস রয়েস, অজস্র এয়ারবাস, একাধিক বিলাসবহুল প্রমোদতরীও।

এমনকি এই গাড়ি পৃথিবীতে বিরল। ১৯৫৭ সালে এই গাড়ির মাত্র ৪টি মডেল বানিয়েছিল নির্মাতা সংস্থা। যার মধ্যে একটি রাখা আছে লিও মেসির গ্যারাজে।

মেসির সংগ্রহে থাকা সবচেয়ে দামি চার চাকা ফেরারি ৩৩৫ স্পাইডার। যাকে প্র্যানসিং হর্স বলেও ডাকা হয়।

এই গাড়ির বাজারমূল্য ৩৬ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮৯ কোটি টাকা)। শক্তি উৎপাদনের জন্য গাড়িতে মজুত ৪ লিটার ভি১২ ইঞ্জিন। এই ফেরারি প্রতি ঘণ্টা ৩০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে।

ফেরারি এস স্পাইডার ছাড়াও লিওনেল মেসির গ্যারেজে আছে রেঞ্জ রোভার স্পোর্ট, রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি, অডি আরএস৬, অডি কিউ৭, অডি এ৭, মাসেরাতি, ক্যাডিলাক, পাগানি ইত্যাদি গাড়ি।

লিওনেল মেসির গাড়িগুলোর সর্বমোট মূল্য ৪০ মিলিয়ন ডলারের থেকেও বেশি।

মেসির কাছে যে পাগানি জনডা রোডস্টার গাড়ি রয়েছে তার দাম ৪ মিলিয়ন ডলার।

এই গাড়িরও মাত্র ৪০টি মডেল রয়েছে সারাবিশ্বে। তার সংগ্রহে থাকা অন্যতম দ্রুত গাড়ি মাসেরাতি যা ৪.৯ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার গতিতে যাত্রা করতে পারে।

মেসির ফেরারি গাড়িটি কেনার পর ইনস্টাগ্রামে এই গাড়িটির একটি খেলনা মডেল হাতে ছবি দিয়েছিলেন। যা দেখে ভক্তরা বুঝে ছিলেন বিরল এক গাড়ির মালিক হয়েছেন তাদের প্রিয় খেলোয়াড়।

ব্রিটিশ ফর্মুলা ওয়ান রেসিং ড্রাইভার স্যার স্টার্লিং মস ১৯৫৮ সালে কিউবান গ্র্যান্ড প্রিক্সে বিখ্যাত লাল গাড়িটি চালান। তারপর থেকে ফেরারি ৩৩৫ এস স্পাইডার স্ক্যাগলিটি মোটরস্পোর্টের স্বর্ণযুগের প্রতীক হয়ে ওঠে।

সূত্র: স্কোরগেটর, দ্য সান

Please Share This Post in Your Social Media

মেসির এক গাড়ির দামে কেনা যাবে ১০টি রোলস রয়েস

নওরোজ স্পোর্টস ডেস্ক
Update Time : ০৯:২৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩

তারকা ফুটবলার লিওনেল মেসির পেশাদার জীবন নিয়ে যতটা আগ্রহ আছে ভক্তদের তেমনি আছে ব্যক্তিগত জীবন নিয়েও।

আর্জেন্টিনার জাতীয় দলের খেলোয়াড় লিওনেল মেসির ভক্ত আছে সারাবিশ্বে।

সাদামাটা জীবন কাটানো এই তারকার ব্যবক্তিগত জীবনও বেশ সাদামাটা। স্ত্রী-সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

তবে মেসির যে গাড়ি সংগ্রহের শখ আছে এ কথা জানতেন কি? নানা সময় আরেক তারকা ফুটবলার ক্রিশিয়ানো রোনালদোর গাড়ির খবর জানা যায়। যা তার ভক্তদের বিস্মিত করেছে বারবার।

তবে আজ জানাবো মেসির গ্যারেজের খবর। যেখানে আছে বিশ্বের অন্যতম দামি ও বিরল মডেলের গাড়ি।

মেসির সেই গাড়ির দামে কেনা যাবে ১০টি রোলস রয়েস, অজস্র এয়ারবাস, একাধিক বিলাসবহুল প্রমোদতরীও।

এমনকি এই গাড়ি পৃথিবীতে বিরল। ১৯৫৭ সালে এই গাড়ির মাত্র ৪টি মডেল বানিয়েছিল নির্মাতা সংস্থা। যার মধ্যে একটি রাখা আছে লিও মেসির গ্যারাজে।

মেসির সংগ্রহে থাকা সবচেয়ে দামি চার চাকা ফেরারি ৩৩৫ স্পাইডার। যাকে প্র্যানসিং হর্স বলেও ডাকা হয়।

এই গাড়ির বাজারমূল্য ৩৬ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮৯ কোটি টাকা)। শক্তি উৎপাদনের জন্য গাড়িতে মজুত ৪ লিটার ভি১২ ইঞ্জিন। এই ফেরারি প্রতি ঘণ্টা ৩০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে।

ফেরারি এস স্পাইডার ছাড়াও লিওনেল মেসির গ্যারেজে আছে রেঞ্জ রোভার স্পোর্ট, রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি, অডি আরএস৬, অডি কিউ৭, অডি এ৭, মাসেরাতি, ক্যাডিলাক, পাগানি ইত্যাদি গাড়ি।

লিওনেল মেসির গাড়িগুলোর সর্বমোট মূল্য ৪০ মিলিয়ন ডলারের থেকেও বেশি।

মেসির কাছে যে পাগানি জনডা রোডস্টার গাড়ি রয়েছে তার দাম ৪ মিলিয়ন ডলার।

এই গাড়িরও মাত্র ৪০টি মডেল রয়েছে সারাবিশ্বে। তার সংগ্রহে থাকা অন্যতম দ্রুত গাড়ি মাসেরাতি যা ৪.৯ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার গতিতে যাত্রা করতে পারে।

মেসির ফেরারি গাড়িটি কেনার পর ইনস্টাগ্রামে এই গাড়িটির একটি খেলনা মডেল হাতে ছবি দিয়েছিলেন। যা দেখে ভক্তরা বুঝে ছিলেন বিরল এক গাড়ির মালিক হয়েছেন তাদের প্রিয় খেলোয়াড়।

ব্রিটিশ ফর্মুলা ওয়ান রেসিং ড্রাইভার স্যার স্টার্লিং মস ১৯৫৮ সালে কিউবান গ্র্যান্ড প্রিক্সে বিখ্যাত লাল গাড়িটি চালান। তারপর থেকে ফেরারি ৩৩৫ এস স্পাইডার স্ক্যাগলিটি মোটরস্পোর্টের স্বর্ণযুগের প্রতীক হয়ে ওঠে।

সূত্র: স্কোরগেটর, দ্য সান