মেলবোর্নে বিশ্ব বাণিজ্য সম্মেলনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন আরিফিন রাফি

- Update Time : ০২:৫৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ৬৬ Time View
উদ্যোক্তা, শিল্পপতি ও ধারাবাহিক বিনিয়োগকারী আরিফিন রাফি আহমেদ, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট, অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিতব্য ১৪তম ওয়ার্ল্ড চেম্বার্স কংগ্রেসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। আগামী ২–৪ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলনে তিনি জেসিআই ইন বিজনেস (জেআইবি)-এর পক্ষ থেকে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাচিং সেশন-এ বক্তব্য রাখবেন।
দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় ধরে ফার্মাসিউটিক্যালস, প্রযুক্তি, হসপিটালিটি ও ই-কমার্স খাতে সফলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন আরিফিন রাফি আহমেদ। বর্তমানে তিনি টেকনো ড্রাগস পিএলসি, পালস টেক লিমিটেড এবং গ্রিনটেক হলিডেজ লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠানের নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর ব্যবসায়িক কার্যক্রম শুধু বাংলাদেশেই নয়, সংযুক্ত আরব আমিরাতসহ আন্তর্জাতিক অঙ্গনেও বিস্তৃত, যেখানে তিনি মূল গুরুত্ব দিয়েছেন উদ্ভাবন, যুব কর্মসংস্থান এবং বৈশ্বিক প্রভাব সৃষ্টির ওপর।
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নাগরিক সম্পৃক্ততায়ও সক্রিয় তিনি। বর্তমানে আরিফিন রাফি আহমেদ জেসিআই বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একইসঙ্গে জেসিআই এশিয়া-প্যাসিফিকের স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশন কমিটির সদস্য।
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় উদ্যোক্তা, শিল্পনেতা ও নীতিনির্ধারকদের সমাবেশ হিসেবে পরিচিত ওয়ার্ল্ড চেম্বার্স কংগ্রেস আন্তর্জাতিক সহযোগিতা জোরদার ও শিল্পের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। এ প্রসঙ্গে আরিফিন রাফি আহমেদ বলেন, “এ সম্মেলন বিশ্বের সহকর্মীদের সঙ্গে মতবিনিময়, শেখা ও সীমান্ত পেরিয়ে সহযোগিতার এক অনন্য সুযোগ।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়