মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়া হলো না বৃদ্ধার, ঘাতক ট্রাক কেড়ে নিলো প্রাণ

- Update Time : ০৭:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৩৯ Time View
ফরিদপুরের সালথায় পাটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নির্মলা রানী পতনদার (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত নির্মলা রানী পত্তনদার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামের মৃত বিনয় কুমার পত্তনদারের স্ত্রী।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে সালথা সদর বাজারের স্কুল রোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানান, নিহত নির্মলা রানী নাতির মোটরসাইকেলে উপজেলার আটঘর ইউনিয়নের চাউলিয়া মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। সালথা সদর বাজার পার হওয়ার পর স্কুল রোড় এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা (ঢাকা মেট্রো ট ১৪-৬১৪৪) ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ওপর উঠে যায়।
এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। এসময় ট্রাক চালক ট্রাক রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান (পিপিএম) বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি টিম লাশ ও ঘাতক ট্রাক থানায় নিয়ে আসে। এ ব্যাপারে অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।