মৃত্যুর গুজবের মধ্যেই আদালতে জেড আই খান পান্না

- Update Time : ০৭:১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৭ Time View
সামাজিক যোগাযোগমাধ্যমে আজ মঙ্গলবার ভোর থেকে আইনজীবী জেড আই খান পান্নার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। অনেকে তার ‘বিদেহী আত্মার’ মাগফিরাত কামনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।
মৃত্যুর গুজবের মধ্যেই মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন আইনজীবী জেড আই খান পান্না। তিনি আসামিপক্ষে ট্রাইব্যুনালে শুনানি করেন। এসময় গুজবের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি ভালো আছি। মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকবো।
এ সময় জেড আই খান পান্না সাংবাদিকদের আরও বলেন, স্বাধীনতার পর থেকে আমি কোটাবিরোধী ছিলাম। শিক্ষার্থীদের পক্ষেও ছিলাম। কিন্তু যখন দেখলাম তারা কোটার বাইরেও কথা বলছে তখন আর আমি তাদের সঙ্গে নেই।
সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পক্ষে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে অংশ নিয়েছিলেন। কিন্তু ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বিভিন্ন সময়ে এ সরকারকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। পাশাপাশি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দিয়ে সমালোচিত হন।
ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামে একজনকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলা হয়েছিল। পরে এ মামলা থেকে তাকে বাদ দিতে বাদী খিলগাঁও থানায় আবেদন করেন।