মূল্য তালিকা না থাকায় বড়হাতিয়ার ২ দোকানিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড
- Update Time : ১০:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / ২৪৬ Time View
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসনের ধারাবাহিক বাজার মনিটরিংয়ে বড়হাতিয়ার মনুফকির বাজারের ২ দোকানিকে মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৫ই মার্চ বুধবার উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় দুইজন যথাক্রমে ১/ নুরুল ইসলাম পিং আব্দুল হাকিম ২/ আব্দুর রহিম পিং আবুল কাশেমকে ১০,০০০/- দশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী মেজিস্ট্র্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান।
এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করা ইত্যাদি বিষয় নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়।
রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালত।



























































































































































































