ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বিনা শর্তে মাফ চাইলাম, তারপরও বাকি থাকল কোনটা বুঝি না: জামায়াত আমির লালবাগে রিয়াজ উদ্দিন মনির সমর্থনে র‍্যালি রায় ছিঁড়ে পছন্দের বিচারকের কাছে পুন: বিচারের জন্য পাঠালেন শরীয়তপুরের জেলা জজ জাতীয় নিরাপদ সড়ক দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও র‍্যালি ব্যর্থ প্রশাসনের প্রতীক স্বরাষ্ট্র উপদেষ্টা : ব্যারিস্টার ফুয়াদ ভেঙে ফেলা হচ্ছে ‘মিনিস্টার বাড়ি’ সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ তিন দফা দাবিতে ৯ম দিনের অনশন, অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষকরা জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক পিআর নিয়ে নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না: জামায়াত

মির্জাগঞ্জে ইউপি উপ-নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী বিজয়ী

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
  • Update Time : ০৯:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • / ৪২৪ Time View

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী সেলিম মিয়া (স্বতন্ত্র) ২৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন ( আনারস প্রতীক ) ২২৬৪ ভোট পেয়েছেন। আওয়ামী লীগের মনোনীত জাহাঙ্গীর আলম ( নৌকা প্রতীক ) ১৫১০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

সেলিম মিয়া ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইতোমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার ( ২৫ মে ) সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪ টা পর্যন্ত। ৯ টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়।

ভোটাররা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে তাদের ভোট প্রদান করেন। নির্বাচন ঘিরে কোথাও থেকে কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররা সন্তোষ প্রকাশ করেন। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায়, র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে। এছাড়াও সহিংসতা রোধে মাঠে ছিলো, ৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

এদিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোস্তফা কামাল। তিনি বলেন, কাকড়াবুনিয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫,৫২৯। ভোট কাস্ট হয়েছে ৫৪ শতাংশ। সেলিম মিয়া ( ঘোড়া প্রতীক) ২৬৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রার্থী কামাল হোসেন ( আনারস প্রতীক) ২২৬৪ ভোট পেয়েছে। মো. জাহাঙ্গীর আলম ( নৌকা প্রতীক) ১৫১০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারী ২০২৩ ইং ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুব আলম স্বপনের মৃত্যুতে পদটি শূণ্য হওয়ায় এই উপ-নির্বাচনটি অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

মির্জাগঞ্জে ইউপি উপ-নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী বিজয়ী

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
Update Time : ০৯:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী সেলিম মিয়া (স্বতন্ত্র) ২৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন ( আনারস প্রতীক ) ২২৬৪ ভোট পেয়েছেন। আওয়ামী লীগের মনোনীত জাহাঙ্গীর আলম ( নৌকা প্রতীক ) ১৫১০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

সেলিম মিয়া ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইতোমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার ( ২৫ মে ) সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪ টা পর্যন্ত। ৯ টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়।

ভোটাররা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে তাদের ভোট প্রদান করেন। নির্বাচন ঘিরে কোথাও থেকে কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররা সন্তোষ প্রকাশ করেন। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায়, র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে। এছাড়াও সহিংসতা রোধে মাঠে ছিলো, ৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

এদিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোস্তফা কামাল। তিনি বলেন, কাকড়াবুনিয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫,৫২৯। ভোট কাস্ট হয়েছে ৫৪ শতাংশ। সেলিম মিয়া ( ঘোড়া প্রতীক) ২৬৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রার্থী কামাল হোসেন ( আনারস প্রতীক) ২২৬৪ ভোট পেয়েছে। মো. জাহাঙ্গীর আলম ( নৌকা প্রতীক) ১৫১০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারী ২০২৩ ইং ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুব আলম স্বপনের মৃত্যুতে পদটি শূণ্য হওয়ায় এই উপ-নির্বাচনটি অনুষ্ঠিত হয়।