ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার মা আমরা ধর্ম চর্চা করবো, কারো প্রতি বিদ্ধেষ করবোনা: ধর্ম উপদেষ্টা টঙ্গীতে ফ্ল্যাটে ঢুকে দুই শিশুকে কুপিয়ে হত্যা আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা: ড. খলিলুর রহমান ৫ মাসেও সন্ধান মিলেনি উখিয়ায় অপহ্নত ৪ জেলের : পরিবারে চলছে শোকের মাতম আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়  চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা ইউছুফ আটক গাছ কাটাকে কেন্দ্র করে মাকে হত্যা; ছেলে গ্রেফতার প্রেমিকের প্রলোভনে স্বামীকে তালাক, বিয়ের দাবিতে প্রেমিকার অনশন পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ

মির্জাগঞ্জে ইউপি উপ-নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী বিজয়ী

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
  • Update Time : ০৯:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • / ৩০০ Time View

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী সেলিম মিয়া (স্বতন্ত্র) ২৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন ( আনারস প্রতীক ) ২২৬৪ ভোট পেয়েছেন। আওয়ামী লীগের মনোনীত জাহাঙ্গীর আলম ( নৌকা প্রতীক ) ১৫১০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

সেলিম মিয়া ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইতোমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার ( ২৫ মে ) সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪ টা পর্যন্ত। ৯ টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়।

ভোটাররা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে তাদের ভোট প্রদান করেন। নির্বাচন ঘিরে কোথাও থেকে কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররা সন্তোষ প্রকাশ করেন। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায়, র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে। এছাড়াও সহিংসতা রোধে মাঠে ছিলো, ৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

এদিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোস্তফা কামাল। তিনি বলেন, কাকড়াবুনিয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫,৫২৯। ভোট কাস্ট হয়েছে ৫৪ শতাংশ। সেলিম মিয়া ( ঘোড়া প্রতীক) ২৬৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রার্থী কামাল হোসেন ( আনারস প্রতীক) ২২৬৪ ভোট পেয়েছে। মো. জাহাঙ্গীর আলম ( নৌকা প্রতীক) ১৫১০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারী ২০২৩ ইং ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুব আলম স্বপনের মৃত্যুতে পদটি শূণ্য হওয়ায় এই উপ-নির্বাচনটি অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

মির্জাগঞ্জে ইউপি উপ-নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী বিজয়ী

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
Update Time : ০৯:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী সেলিম মিয়া (স্বতন্ত্র) ২৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন ( আনারস প্রতীক ) ২২৬৪ ভোট পেয়েছেন। আওয়ামী লীগের মনোনীত জাহাঙ্গীর আলম ( নৌকা প্রতীক ) ১৫১০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

সেলিম মিয়া ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইতোমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার ( ২৫ মে ) সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪ টা পর্যন্ত। ৯ টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়।

ভোটাররা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে তাদের ভোট প্রদান করেন। নির্বাচন ঘিরে কোথাও থেকে কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররা সন্তোষ প্রকাশ করেন। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায়, র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে। এছাড়াও সহিংসতা রোধে মাঠে ছিলো, ৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

এদিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোস্তফা কামাল। তিনি বলেন, কাকড়াবুনিয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫,৫২৯। ভোট কাস্ট হয়েছে ৫৪ শতাংশ। সেলিম মিয়া ( ঘোড়া প্রতীক) ২৬৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রার্থী কামাল হোসেন ( আনারস প্রতীক) ২২৬৪ ভোট পেয়েছে। মো. জাহাঙ্গীর আলম ( নৌকা প্রতীক) ১৫১০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারী ২০২৩ ইং ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুব আলম স্বপনের মৃত্যুতে পদটি শূণ্য হওয়ায় এই উপ-নির্বাচনটি অনুষ্ঠিত হয়।