মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের গুণীজন ও মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠিত
- Update Time : ০২:২৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ১৪১১ Time View
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী উপজেলা মির্জাগঞ্জের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক, নৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে গত এক যুগ ধরে নিবেদিতভাবে কাজ করে আসছে মানবিক ও উন্নয়নমূলক সংগঠন ‘মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন’। দীর্ঘ সময়ের এই নিরলস সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী গুণীজন, কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানাতে ফাউন্ডেশনটি আয়োজন করে ‘গুণীজন মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠান’।
শুক্রবার রাজধানীর সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দীন জাহাঙ্গীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সম্মানিত সদস্য ড. মোহাম্মাদ আইয়ুব মিয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত কলোরেক্টাল সার্জন, পাইওনিয়ার চিকিৎসক প্রফেসর ডা. একেএম ফজলুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান মিয়া, শিল্প পুলিশ প্রধান ও অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দীন, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. রুহুল আমিন শিপার, পুলিশ সুপার মোরশেদ রুমি, দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান,এসিআই লিমিটেডের উপনির্বাহী পরিচালক বশির গোলদার, দেশবন্ধু গ্রুপের সিইও,
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মাহবুব হোসেন, ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সজীব, সদস্য আলমগীর হোসেন ও এস এম শাহজাদা শাহাদাত প্রমুখ।
ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের বর্তমান ও অবসরপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত আইজিপি, ডিআইজি, এসপি সহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা, সেনাবাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং বিশিষ্ট সমাজসেবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং মির্জাগঞ্জের অবহেলিত মানুষের কল্যাণে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, “মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন যেমনভাবে গত এক যুগ ধরে সমাজের সকল শ্রেণির মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে, তেমনি ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে—এই প্রত্যাশাই সকলের।”
অনুষ্ঠানের শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজসেবায়, শিক্ষা ও প্রশাসনে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।































































































































































































