মিয়ানমারে টাইফুন ইয়াগি, বন্যায় শতাধিক মৃত্যু
- Update Time : ০৪:৩১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
- / ২০৪ Time View
মিয়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির ক্ষমতাসীন জান্তার মুখপাত্র জাও মিন তুন রবিবার এক বিবৃতিতে জানান, ৬৪ জন এখনো নিখোঁজ রয়েছেন। তবে আঞ্চলিক সূত্রগুলো বলছে, প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মিয়ানমারে বন্যার কারণে ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হয়েছে।
টাইফুন ইয়াগি চলতি বছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অন্যতম। এর বিধ্বংসী প্রভাব ইতোমধ্যে ভিয়েতনাম, লাওস, চীনের হাইনান দ্বীপ এবং ফিলিপাইনের ওপর পড়েছে। মিয়ানমারে প্রবেশের আগেই দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই টাইফুনে ২৮৭ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মিয়ানমারের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, টাইফুনের কারণে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৬৬ হাজার বাড়িঘর এবং ৩৭৫টি স্কুল ও একটি মঠ ধ্বংস হয়েছে। কয়েক মাইলজুড়ে সড়ক ও অন্যান্য অবকাঠামো বন্যার পানিতে ভেসে গেছে। এ পর্যন্ত ১৮৭টি ত্রাণশিবিরে ২ লাখ ৩৬ হাজারের বেশি মানুষকে স্থানান্তর করা হয়েছে।
টাইফুন ইয়াগি কয়েক দিনের মধ্যে মিয়ানমার থেকে সরে যাবে বলে আশা করা হচ্ছে। তবে পশ্চিম প্রশান্ত মহাসাগরে আরও একটি গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
নওরোজ/এসএইচ



































































































































































































