মামলার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া মহিলা দলের নেত্রী লাইজু বহিষ্কার
- Update Time : ১১:৩১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ১৯ Time View
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের ধর্ম বিষয়ক সম্পাদক লাইজু বেগমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয়তাবাদী দলের গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি রওশন আরা রত্না ও সাধারণ সম্পাদক নাসরিন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লাইজু বেগমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। এরপর তার সঙ্গে মহিলা দলের নেতাকর্মীদের কোনো প্রকার যোগাযোগ না রাখতেও বলা হয়েছে।
জানতে চাইলে রওশন আরা রত্না বলেন, লাইজু বেগমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ এসেছিল। দীর্ঘদিন ধরেই তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে স্থানীয় এবং দলের নেতাকর্মীরা অতিষ্ঠ ছিলেন। দলের পদ ব্যবহার করে একের পর এক লোকজনকে মিথ্যা মামলায় জড়ানো, মামলার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া, মারধর ও হয়রানি করার মতো গুরুতর অভিযোগগুলো আমাদের নজরে আসে।
তিনি বলেন, মহিলা দল একটি সুশৃঙ্খল ও জনবান্ধব সংগঠন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং জনগণের স্বার্থের পরিপন্থি এমন কোনো কাজকে আমরা প্রশ্রয় দিতে পারি না। তাই দলের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































