মামলা জট কমানো, ন্যায় বিচার নিশ্চিত ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত

- Update Time : ০৯:০০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ৩১ Time View
মাননীয় প্রধান বিচারপতি’র নির্দেশে বিচারপ্রার্থী জনগণের বিচার কাজ দ্রুত নিস্পত্তিতে আদালতে চলমান মামলা অধিক পরিমাণে নিস্পত্তির মাধ্যমে মামলা জট কমিয়ে বিচার কাজ এগিয়ে নিতে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত অতীতের যে কোন সময় থেকে বর্তমানে সর্বাধিক এগিয়ে রয়েছে।
এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে মুখ্য ভূমিকা পালন করছেন ব্রাহ্মণবাড়িয়া’র বর্তমান চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শারমিন জাহান।
তিনি আদালতের সংশ্লিষ্ট সকল সভা এবং কার্যক্রমে ম্যাজিষ্ট্রেট, বিচার কাজে সহায়ক কর্মচারী ও পুলিশ প্রশাসনকে নিজ নিজ কর্তব্য- দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করার নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। বিভিন্ন কার্যক্রম সম্পাদন করছেন, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য সুরক্ষায় এগিয়ে এসেছেন।
ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সূত্রের তথ্যে প্রকাশ, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (সি জে এম) শারমিন জাহান।
আদালতের দ্বিতীয় তলায় নান্দনিক সৌন্দর্য্যে নির্মিত বারান্দা উদ্বোধন ও প্রাকৃতিক পরিবেশের সুরক্ষায় আদালত প্রাঙ্গণে কৃষ্ণচুড়া, জারুল এবং বকুল ফুল বৃক্ষরোপন করেন।
এ কার্যক্রমসহ মামলা জট কমানোর লক্ষ্যে চলমান মামলা দ্রুত নিস্পত্তিতে প্রতিযোগিতার মাধ্যমে দায়িত্বশীলতার সাথে কাজ করায় সাম্প্রতিক সময়ে কর্তব্যরত ম্যাজিষ্ট্রেট, বেঞ্চ সহকারী, স্টেনো টাইপিস্টদের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (সি জে এম) আদালতের পক্ষ হতে শুভেচ্ছা উপহার ও পুরস্কার দেয়া হয়েছে।
সূত্র জানান, মামলা জট কমাতে নিয়মিত মাসিক এবং ত্রৈমাসিক নিস্পত্তি সভা অনুষ্ঠিত হচ্ছে অত্র আদালতে। এতে বিচার প্রার্থী মানুষের হয়রানি লাঘব হচ্ছে এবং দীর্ঘকাল আদালতে ঘুরতে হচ্ছে না। এর পাশাপাশি নিয়মিত আদালত সম্মুখস্থ কুরুলিয়া খালের পারে কিছুদিন পর পর আটককৃত মাদকসহ বিভিন্ন আলামতের নিস্পত্তিকৃত মামলার কোটি কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ও আলামত আধুনিক চুল্লিতে আগুনে পুড়িয়ে এবং বুলডোজার চালিয়ে ধ্বংস করা হচ্ছে। সি জে এম আদালতের নির্ধারিত তারিখ ও সময়ে সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিষ্ট্রেট সম্মেলন আয়োজন করা হয়। এতে প্রধান বিচারপতির নির্দেশনা বাস্তবায়নে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (সি জে এম) শারমিন জাহান ন্যায়ের শাসন, দেশের উন্নয়ন অব্যাহত রাখার লক্ষ্যে পুলিশ ম্যাজিষ্ট্রেট সরকারি সকল এজেন্সিকে একযোগে কাজ করে ন্যায় বিচার নিশ্চিত করে জনগণের দূর্ভোগ লাঘবে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান অব্যাহত রেখেছেন।
তিনি সকল আদালতে কর্মরত বিচার কাজে সহায়ক কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের দক্ষতা বৃদ্ধি এবং আত্মউন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেন। এতে অংশগ্রহণকারীদেরকে প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে ব্যবহার করে বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালত সহায়ক কর্মচারীদের মনোযোগে তিনি গুরুত্বারোপ করে অফিসের শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেয়ার পাশাপাশি বিচার প্রার্থী কেহ যেন অবহেলিত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান।
এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, ম্যাজিষ্ট্রেটদের বিদায় সংবর্ধনা, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) উপলক্ষ্যে আদালতে বিচারক আইনজীবি ও অন্যান্য অংশীজনদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হয় আদালত অঙ্গনে। এছাড়া বাংলাদেশের প্রথম অনলাইন কার্যক্রমের মাধ্যমে নিলাম এর কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়। যার মাধ্যমে ২০২৫ সালের জানুয়ারী থেকে জুন পর্যন্ত ৩ কোটিরও অধিক টাকা সরকারী রাজস্ব হাতে জমা হয়।