মাভাবিপ্রবিতে গ্রেটার রাজশাহী এসোসিয়েশনের সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক আলিম
- Update Time : ০৪:৪৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ৯০ Time View
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন গ্রেটার রাজশাহী এসোসিয়েশন (জিআরএ)-এর নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
অ্যাডভাইজরি বোর্ডের অনুমোদনক্রমে ঘোষিত এই কমিটি আগামী এক বছরের জন্য নভেম্বর ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল-আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল আলিম।
এছাড়া সহসভাপতি পদে রয়েছেন কমরুজ্জামান মারুফ, মো. ইমাম হোসেন, শিরাজাম মনিরা মনি, মমতা দেবী, নাশওয়া নুসরাত মিম, জান্নাতুল ফেদৌস চাদনী ও মীম তারিন হক মিলিশা।
যুগ্মসম্পাদক পদে রয়েছেন সুমাইয়া ইয়াসমিন দিশা, লামিয়া সানজানা ওরিন, আল-আমিন শেখ, মো. ফয়েজ উদ্দিন, মারুফা আখতার, কামরুন নেশা, মেহবুবা খান, রিমা পাল এবং অমৃত কুমার সরকার।
কমিটিতে আরও রয়েছেন ১৫ জন নির্বাহী সদস্য যাদের মধ্যে রয়েছেন আবদুল্লাহ আল ইউসুফ, মাকসুদা খান প্রিমা, ফাতেমা, সিরাজাম মুনিরা, শহীদ রানা সান-সহ ও অন্যান্য।
নতুন কমিটির অনুমোদনে স্বাক্ষর করেছেন সদ্য বিদায়ী সভাপতি মো. রানা আহমেদ এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাব্বির।
এসোসিয়েশনের নতুন সভাপতি আল-আমিন বলেন, “রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার শিক্ষার্থীদের মেলবন্ধনে গঠিত (জিআরএ) শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের ঐক্য, বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক। সভাপতি হিসেবে আমি এই পরিবারের সবার পাশে থেকে সংগঠনকে আরও প্রাণবন্ত, সক্রিয় ও অনুপ্রেরণার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। একসাথে এগিয়ে গেলে জিআরএ কে শুধু নামেই নয়, কাজেও অনন্য করে গড়ে তোলা সম্ভব এবং আমরা সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই যেন আমরা এই ঐক্য নিয়েই সামনে এগিয়ে যেতে পারি।”
সাধারণ সম্পাদক আব্দুল আলিম বলেন, “ক্যাম্পাসে এসেই আমি আমার এলাকার মানুষদের খুঁজেছি, প্রথম দিকে একটু খারাপ লাগতো এত দূরে আসলাম এলাকার কেউ নেই, যখন এলাকার সবার সাথে পরিচিত হলাম তখন অন্যরকম একটা অনুভূতি কাজ করতে লাগলো মনে হল নিজ পরিবারের বাইরে বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েশন হলো দ্বিতীয় পরিবার। তখন থেকেই এসোসিয়েশন এ কাজ করার খুব ইচ্ছা। এরই ধারাবাহিকতায় আমি এসোসিয়েশনে যুক্ত হই। যেকোনো বিষয়ে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব আমি ইনশাল্লাহ।সবার সহযোগিতা এবং দোয়া চাই।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































