ঢাকা ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দল উখিয়ায় মাত্র ৫ গন্ডা জমির জন্য প্রান গেলো ৩ জনের গাজায় গণহত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন। টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু,পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড বেরোবিতে প্রধান বিচারপতির শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন রংপুর জজ আদালতের কার্যক্রম পরিদর্শন করলেন প্রধান বিচারপতি দোকান ভাড়া নেওয়ার ঘটনার জেরে রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ “একজন বিচারপতিকে রাখার জন্যে সংবিধান পরিবর্তন করে বয়স বাড়ানোর ইতিহাসও আমরা জানি” গতিরোধক বিট: শঙ্কা বাড়াচ্ছে ডাকাতির, ৬ লেনের সড়কই সমাধান টঙ্গীতে রিক্সা চালককে ছিনতাইকারী অপবাদ দিয়ে ছাত্রদল নেতার চাঁদাবাজি

মানিকগঞ্জে নাতির হাতে দাদি খুন

মানিকগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ০৬:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৪৭ Time View

নাতির হাতে থাকা ট্রাক্টর মেশিনের হ্যান্ডেলের আঘাতে নিহত হয়েছেন দাদি জাহানারা বেগম (৭০)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়ার ভাসিয়ালী কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের নাতি মো. জসিম উদ্দিনকে (২৭) আটক করেছে পুলিশ। জসিম উদ্দিন ওই এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে জসিম উদ্দিনের সঙ্গে তার স্ত্রী মুন্নি বেগমের ঝগড়া লাগে। একপর্যায়ে জসিম তার হাতে থাকা ট্রাক্টর মেশিন স্টার্ট দেওয়ার হ্যান্ডেল দিয়ে স্ত্রীকে আঘাত করতে যান। তখন জসিম উদ্দিনের দাদী জাহানারা বেগম থামাতে গেলে তিনি মাথায় আঘাত পান।

পরে তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে তাকে মানিকগঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাটুরিয়া থানার এসআই সুলতান মাহমুদ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের নাতি জসিম উদ্দিনকে আটক করে থানায় রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

মানিকগঞ্জে নাতির হাতে দাদি খুন

মানিকগঞ্জ প্রতিনিধি
Update Time : ০৬:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

নাতির হাতে থাকা ট্রাক্টর মেশিনের হ্যান্ডেলের আঘাতে নিহত হয়েছেন দাদি জাহানারা বেগম (৭০)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়ার ভাসিয়ালী কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের নাতি মো. জসিম উদ্দিনকে (২৭) আটক করেছে পুলিশ। জসিম উদ্দিন ওই এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে জসিম উদ্দিনের সঙ্গে তার স্ত্রী মুন্নি বেগমের ঝগড়া লাগে। একপর্যায়ে জসিম তার হাতে থাকা ট্রাক্টর মেশিন স্টার্ট দেওয়ার হ্যান্ডেল দিয়ে স্ত্রীকে আঘাত করতে যান। তখন জসিম উদ্দিনের দাদী জাহানারা বেগম থামাতে গেলে তিনি মাথায় আঘাত পান।

পরে তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে তাকে মানিকগঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাটুরিয়া থানার এসআই সুলতান মাহমুদ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের নাতি জসিম উদ্দিনকে আটক করে থানায় রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।