ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন : পরিবারে শোকের মাতম

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ০৭:১৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ৩২৭ Time View

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক যুবক নিজের মা’কে খুন করে পালিয়েছে। শনিবার (৩১অক্টোবর’২৫) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আশিলা বেগম (৬৭) ওই গ্রামের মৃত শামছু মিয়ার স্ত্রী। তার চার ছেলের মধ্যে ছোট ছেলে জসিম উদ্দিন (৩০) মানসিক ভারসাম্যহীন। প্রায় ৫-৬ বছর ধরে তাকে পায়ে শিকল বেঁধে ঘরের ভেতরেই রাখা হতো।

ঘটনার রাতেও জসিমকে আগের মতো শিকল দিয়ে খাটের সঙ্গে বেঁধে রাখা হয়। রাতের খাবার শেষে আশিলা বেগম ও জসিম একই ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে অন্য রুমে থাকা পরিবারের এক সদস্য ঘরের দরজা খোলা দেখে ভিতরে গিয়ে দেখতে পান জসিমের পায়ের শিকল খুলে রয়েছে, কিন্তু সে ঘরে নেই। একই সঙ্গে আশিলা বেগমের দেহ নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।তার চিৎকারে আশেপাশের বাড়ির মানুষ উপস্থিত হয়।সবার পরামর্শে আশিলা খাতুনকে তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শ্যামল মিয়া জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন ছেলে জসিম উদ্দিন তার মাকে গলাটিপে হত্যা করে পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে । তিনি আরও জানান,অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।সবশেষ খবর পাওয়া পর্যন্ত থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে ।

Please Share This Post in Your Social Media

মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন : পরিবারে শোকের মাতম

কিশোরগঞ্জ প্রতিনিধি
Update Time : ০৭:১৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক যুবক নিজের মা’কে খুন করে পালিয়েছে। শনিবার (৩১অক্টোবর’২৫) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আশিলা বেগম (৬৭) ওই গ্রামের মৃত শামছু মিয়ার স্ত্রী। তার চার ছেলের মধ্যে ছোট ছেলে জসিম উদ্দিন (৩০) মানসিক ভারসাম্যহীন। প্রায় ৫-৬ বছর ধরে তাকে পায়ে শিকল বেঁধে ঘরের ভেতরেই রাখা হতো।

ঘটনার রাতেও জসিমকে আগের মতো শিকল দিয়ে খাটের সঙ্গে বেঁধে রাখা হয়। রাতের খাবার শেষে আশিলা বেগম ও জসিম একই ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে অন্য রুমে থাকা পরিবারের এক সদস্য ঘরের দরজা খোলা দেখে ভিতরে গিয়ে দেখতে পান জসিমের পায়ের শিকল খুলে রয়েছে, কিন্তু সে ঘরে নেই। একই সঙ্গে আশিলা বেগমের দেহ নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।তার চিৎকারে আশেপাশের বাড়ির মানুষ উপস্থিত হয়।সবার পরামর্শে আশিলা খাতুনকে তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শ্যামল মিয়া জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন ছেলে জসিম উদ্দিন তার মাকে গলাটিপে হত্যা করে পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে । তিনি আরও জানান,অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।সবশেষ খবর পাওয়া পর্যন্ত থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে ।