ব্রেকিং নিউজঃ
মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
- Update Time : ০২:৪৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ৯ Time View
গোয়েন্দা তথ্যর ভিত্তিতে গতকাল রবিবার রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বরকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব-৩।
সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) সনদ বড়ুয়া সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
র্যাব-৩ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার থানাধীন এলাকায় বিদেশ প্রত্যাশী সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন দেশে পাঠানোর লোভনীয় প্রস্তাব দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। পরবর্তীতে তার নামে কালকিনি ও ডাসার থানায় মামলা দায়ের করা হলে সে নিজেকে আত্মগোপন করে বিভিন্ন এলাকায় পলাতক থাকে।
এক পর্যায়ে র্যাব-৩ এর একটি আভিযানিক দল মানবপাচারকারী ফরহাদকে আটক করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়