ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
নির্বাচন কমিশন বদলির সূচনা

মাঠ পর্যায়ের ২৩ কর্মকর্তা নতুন দায়িত্বে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ১২৪ Time View

নির্বাচন কমিশন (ইসি) উপজেলা পর্যায়ে কর্মরত ২৩ জন মাঠ পর্যায়ের কর্মকর্তাকে বদলি করেছে। শনিবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২১ নির্বাচন কর্মকর্তা এবং ২ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ইসি জানায়, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফশিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তা ও দপ্তরগুলোর প্রস্তুতি সুসংহত করার প্রয়োজন দেখা দিয়েছে।

এর আগে ইতিমধ্যে শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এই পদক্ষেপ মাঠ পর্যায়ের প্রশাসনিক কার্যক্রমকে শক্তিশালী করতে এবং নির্বাচনী প্রস্তুতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ইসি সূত্রে জানা যায়, কর্মকর্তাদের এই বদলির মাধ্যমে নির্বাচন প্রশাসনকে আরও গতিশীল ও ফলপ্রসূ করা সম্ভব হবে। আগামী ভোটের জন্য উপজেলা পর্যায়ের দপ্তরগুলোকে কার্যকরভাবে প্রস্তুত করা এবং দায়িত্বশীলভাবে দায়িত্ব বিতরণ করা প্রধান উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

নির্বাচন কমিশন বদলির সূচনা

মাঠ পর্যায়ের ২৩ কর্মকর্তা নতুন দায়িত্বে

নিজস্ব প্রতিবেদক
Update Time : ১১:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

নির্বাচন কমিশন (ইসি) উপজেলা পর্যায়ে কর্মরত ২৩ জন মাঠ পর্যায়ের কর্মকর্তাকে বদলি করেছে। শনিবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২১ নির্বাচন কর্মকর্তা এবং ২ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ইসি জানায়, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফশিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তা ও দপ্তরগুলোর প্রস্তুতি সুসংহত করার প্রয়োজন দেখা দিয়েছে।

এর আগে ইতিমধ্যে শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এই পদক্ষেপ মাঠ পর্যায়ের প্রশাসনিক কার্যক্রমকে শক্তিশালী করতে এবং নির্বাচনী প্রস্তুতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ইসি সূত্রে জানা যায়, কর্মকর্তাদের এই বদলির মাধ্যমে নির্বাচন প্রশাসনকে আরও গতিশীল ও ফলপ্রসূ করা সম্ভব হবে। আগামী ভোটের জন্য উপজেলা পর্যায়ের দপ্তরগুলোকে কার্যকরভাবে প্রস্তুত করা এবং দায়িত্বশীলভাবে দায়িত্ব বিতরণ করা প্রধান উদ্দেশ্য।