মহাদেবপুরে সাড়ে ছয় হাজার প্রান্তিক চাষি পাচ্ছেন প্রণোদনা

- Update Time : ০৭:০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ৩৫২ Time View
নওগাঁর মহাদেবপুরে এবার মোট ছয় হাজার ৫৪০ জন প্রান্তিক চাষি পাচ্ছেন বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের আয়োজনে চাষিদের সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় নবনিযুক্ত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম ইবনে আজিজ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মোমিন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ তার সঙ্গে ছিলেন।
ইউএনও কয়েকজন প্রান্তিক চাষির মধ্যে বীজ ও সার হস্তান্তর করে আনুষ্ঠানিকভাবে বিতরণ উদ্বোধন করেন। তিনি বলেন, ‘‘বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাটি আর উর্বর। এখানে মাটিতে বীজ ফেলে রাখলেই গাছ জন্মে।” সরকারের বিনামূল্যে দেয়া বীজ যেন প্রত্যেকেই বপণ করে আমাদের কৃষিকে সমৃদ্ধ করেন সে বিষয় খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
কৃষি কর্মকর্তা জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর এবং অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এবার উপজেলার ১০টি ইউনিয়নের প্রান্তিক চাষিদের পাঁচ হাজার ছয়শ’ জনের মধ্যে এক কেজি করে সরিষা বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, সাতশ’ জনের মধ্যে ২০ কেজি করে গম বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ২০ জনের মধ্যে এক কেজি করে সূর্যমুখী বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ৩০ জনের মধ্যে এক কেজি করে পেঁয়াজ বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ১০ জনের মধ্যে ১০ কেজি করে চিনা বাদাম বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার, ৬০ জনের মধ্যে পাঁচ কেজি করে মুগ বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার, ৫০ জনের মধ্যে পাঁচ কেজি করে মসুর বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার, ৭০ জনের মধ্যে দুই কেজি করে অড়হড় বীজ এবং পাঁচ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়