ব্রেকিং নিউজঃ
মহাদেবপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

কিউ. এম. সাঈদ টিটো, নওগাঁ
- Update Time : ০৭:০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
- / ৩৮ Time View
নওগাঁর মহাদেবপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের উদ্যোগে দুস্থ ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে মহাদেবপুর থানা প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বলগুলো বিতরণ করেন।
এসময় পুনাক নওগাঁর সভাপতি ও পুলিশ সুপারের সহধর্মিনী সানিয়া আক্তার মুন্নি, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটির নওগাঁ জেলা প্রতিনিধি মো: কামরুজ্জামান।