মস্কোয় ফের ড্রোন হামলা

- Update Time : ০৮:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / ২১৭ Time View
ইউক্রেন যুদ্ধের রেশ এতদিন সরাসরি তেমন টের না পেলেও রাশিয়ার রাজধানী মস্কো এবার নিয়মিত হামলার শিকার হচ্ছে। রুশ সেনাবাহিনীর সূত্র অনুযায়ী, মঙ্গলবার ভোরে একাধিক ড্রোন দিয়ে শহরে ‘সন্ত্রাসী’ হামলা চালানো হয়েছে।
রুশ সেনাবাহিনী সেই হামলা বানচালের দাবি জানালেও একটি ড্রোন একটি বহুতল ভবনে আঘাত হেনেছে। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় নাকি ধ্বংস করা সম্ভব হয়নি। হামলার সময় মস্কোর একটি বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়৷
গত রোববারও ‘মস্কভা সিটি’ নামের সেই ভবনটি ড্রোন হামলার শিকার হয়েছিল। মঙ্গলবারের হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেন, মস্কোসহ রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর মরিয়া হামলা আসলে ইউক্রেনের হতাশা ফুটিয়ে তুলছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, রাশিয়া এমন হামলা প্রতিহত করতে যাবতীয় পদক্ষেপ নিচ্ছে।
ইউক্রেন সাধারণত রাশিয়ার ভূখণ্ডে হামলার বিষয়ে মুখ না খোলায় দেশটির সরকারের প্রতিক্রিয়া জানা যায়নি। তবে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহে বলেছেন, যুদ্ধ রাশিয়া তথা সে দেশের প্রতীকী কেন্দ্র ও সামরিক ঘাঁটিগুলোতে ফিরে যাচ্ছে।
যুদ্ধ শুরুর প্রায় ১৭ মাস পরেও ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। সোমবার জেলেনস্কির জন্মস্থান ক্রিভইয়ি রিগের ওপর ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ছয় জন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছে।
ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানসূত্রের লক্ষ্যে সৌদি আরব যে সম্মেলন আয়োজন করছে, তাতে খোদ রাশিয়ার অংশগ্রহণ নিয়ে সংশয় থেকে যাচ্ছে। সোমবার ক্রেমলিন জানিয়েছে, সেই সম্মেলনের লক্ষ্য সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন রয়েছে।
ইউক্রেন জানিয়েছে, সম্মেলনে রাশিয়াকে মোটেই স্বাগত জানানো হবে না। জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক বলেন, পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণের দেশগুলো বিশ্ব নিরাপত্তা নতুন করে সাজানোর লক্ষ্যে কাজ করলে ইউক্রেনের ‘সীমাহীন আনন্দ’ হবে। কিন্তু আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদ মানা দেশগুলোর তালিকায় রাশিয়া থাকতে পারে না।
ওয়াল স্ট্রিট জার্নালের সূত্র অনুযায়ী সৌদি আরব সম্মেলনে কিছু পশ্চিমা দেশ, ইউক্রেন ও প্রথম সারির কিছু উন্নয়নশীল দেশকে আমন্ত্রণ জানিয়েছে। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শান্তির পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা।
ক্রেমলিনের মুখপাত্র পেসকভ সেই রিপোর্ট সম্পর্কে বলেন, রাশিয়া অবশ্যই সম্মেলনের ওপর নজর রাখবে। তার মতে, যেকোনো শান্তিপূর্ণ সমাধানসূত্রের ইতিবাচক মূল্যায়ন হওয়া উচিত। তবে পেসকভ বলেন, আপাতত ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার কোনো সুযোগ নেই।
সূত্র: ডয়েচে ভেলে
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়