মসিকের সাবেক দুই কাউন্সিলরসহ আটক ৩, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

- Update Time : ০১:৫১:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ৮২ Time View
ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্ব কর্মকর্তাদের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে মসিকের দুই কাউন্সিলরসহ ৩জনকে আটক করে। এসময় ১ টি বিদেশি পিস্তল, ২টি বুলেট ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
শনিবার (২৭ অক্টোবর) রাতে কক্সবাজারের একটি হোটেলে অভিযান চালিয়ে মহানগর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক সাগর (৩৮) ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ওমর ফারুক সাবাস (৩৭) এবং মনির সিকদার (৩৯)।
ময়মনসিংহ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে উমর ফারুক সাবাস স্বীকার করে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা নামাপাড়া তার বসতবাড়ীতে পাঁচতলা বিল্ডিংয়ে ১টি আগ্নেয়াস্ত্র পিস্তল রক্ষিত আছে। অস্ত্র উদ্ধারে অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ এর নেতৃত্বে সাবেক কাউন্সিলর সাবাসকে মধ্য রাতে ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলের নিজ অফিস কক্ষের টেবিলের ড্রয়ারে রাখা তার নিজ হাতে বাহির করে দেওয়া ১ টি বিদেশি পিস্তল, ২টি বুলেট ও ১টি ম্যাগাজিন উদ্ধার করি। আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে সোমবার দুজনকে আদালতে সোপর্দ করা হবে। এ ছাড়াও অস্ত্র উদ্ধার আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, উমর ফারুক ও আবু বক্কর সিদ্দিক কক্সবাজারের একটি হোটেল আত্মগোপনে ছিলেন। তাদের শনিবার রাতে আটক করা হয়। পরে উমর ফারুকের তথ্যের ভিত্তিতে তার কার্যালয়ে রোববার দুপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। উমর ফারুক হত্যা, চাঁদাবাজি, জমি দখলসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
নওরোজ/এসএইচ