ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মনসুর আহমেদের সহধর্মিণী গুরুতর আহত

অলিদুর রহমান অলি
  • Update Time : ১০:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / ৩৪ Time View

দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ ভাইয়ের সহধর্মিণী গতকাল ১৯ ডিসেম্বর, শুক্রবার, রাজধানীর মিরপুরে সংঘটিত এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনা মুহূর্তের মধ্যেই একটি পরিবারের স্বাভাবিক জীবনছন্দ ভেঙে দিয়ে নেমে এনেছে গভীর উৎকণ্ঠা ও শোকের ছায়া।

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাঁকে টঙ্গীর একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার আশায় আজ ২০ ডিসেম্বর সকালে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এই দুঃসময়ে হাসপাতালের প্রতিটি করিডোর যেন নীরব প্রার্থনায় মুখর স্বজনদের চোখে উৎকণ্ঠা, হৃদয়ে অপেক্ষার ভার। এক অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে কাটছে পরিবারের প্রতিটি মুহূর্ত।

আমরা ব্যথাতুর হৃদয়ে মিসেস মনসুর ভাবীর দ্রুত আরোগ্য কামনা করছি। মহান আল্লাহর দরবারে একান্ত প্রার্থনা তিনি যেন তাঁকে সুস্থতা দান করেন, শয্যার কষ্ট লাঘব করেন এবং এই কঠিন সময়ে পরিবারকে অটুট ধৈর্য ও মানসিক শক্তি প্রদান করেন।

আমরা বিশ্বাস করি, যন্ত্রণা যত গভীরই হোক, মানুষের দোয়া, ভালোবাসা ও সহমর্মিতার আলো শেষ পর্যন্ত অন্ধকার ভেদ করেই আশার পথ দেখায়।

Please Share This Post in Your Social Media

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মনসুর আহমেদের সহধর্মিণী গুরুতর আহত

অলিদুর রহমান অলি
Update Time : ১০:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ ভাইয়ের সহধর্মিণী গতকাল ১৯ ডিসেম্বর, শুক্রবার, রাজধানীর মিরপুরে সংঘটিত এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনা মুহূর্তের মধ্যেই একটি পরিবারের স্বাভাবিক জীবনছন্দ ভেঙে দিয়ে নেমে এনেছে গভীর উৎকণ্ঠা ও শোকের ছায়া।

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাঁকে টঙ্গীর একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার আশায় আজ ২০ ডিসেম্বর সকালে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এই দুঃসময়ে হাসপাতালের প্রতিটি করিডোর যেন নীরব প্রার্থনায় মুখর স্বজনদের চোখে উৎকণ্ঠা, হৃদয়ে অপেক্ষার ভার। এক অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে কাটছে পরিবারের প্রতিটি মুহূর্ত।

আমরা ব্যথাতুর হৃদয়ে মিসেস মনসুর ভাবীর দ্রুত আরোগ্য কামনা করছি। মহান আল্লাহর দরবারে একান্ত প্রার্থনা তিনি যেন তাঁকে সুস্থতা দান করেন, শয্যার কষ্ট লাঘব করেন এবং এই কঠিন সময়ে পরিবারকে অটুট ধৈর্য ও মানসিক শক্তি প্রদান করেন।

আমরা বিশ্বাস করি, যন্ত্রণা যত গভীরই হোক, মানুষের দোয়া, ভালোবাসা ও সহমর্মিতার আলো শেষ পর্যন্ত অন্ধকার ভেদ করেই আশার পথ দেখায়।