মরক্কো থেকে এক লাখ ১০ হাজার টন সার কিনছে সরকার

- Update Time : ০৬:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ২২৫ Time View
মরক্কো থেকে এক লাখ ১০ হাজার টন সার কিনছে সরকার। এরমধ্যে ৮০ হাজার টন ডিএপি এবং ৩০ হাজার টন টিএসপি সার রয়েছে।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার টন ফসফরিক এসিড কেনার সিদ্ধান্ত হয়েছে। এতে মোট ব্যয় হবে ৬৩২ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা।
মরক্কোর ওসিপি এস এ এবং ইউএই’র মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই থেকে সার কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি। বুধবার (৪ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয়পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি এস এ থেকে সপ্তম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ২৫১ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মরক্কোর ওসিপি এস এ থেকে অষ্টম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ২৫১ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
একই প্রক্রিয়া মরক্কোর ওসিপি এস এ থেকে নবম লটে ৩০ হাজার টন টিএসপি সার ১২৯ কোটি ৬৯ লাখ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সাঈদ মাহবুব খান জানান, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক চট্টগ্রামের ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জন্য ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই, ইউএই (স্থানীয় এজেন্ট: মেসার্স এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট, ঢাকা) থেকে ১৯৭ কোটি ৩৪ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি জানান, আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মোট ১২টি প্রস্তাব উপস্থাপন করা হয়। সবকগুলো মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
এরমধ্যে মধ্যে কৃষি মন্ত্রণালয়ের তিনটি, বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি, শিল্প মন্ত্রণালয়ের দুটি, স্থানীয় সরকার বিভাগের দুটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি এবং নৌ মন্ত্রণালয়ের একটি প্রস্তাব ছিল।