ময়মনসিংহে মাদক বিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার-১

- Update Time : ০৬:০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ২৯২ Time View
এসআই(নিঃ) শ্রী রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বদরের মোড়স্থ গাঙ্গিনারপাড় হইতে চরপাড়া গামী রাস্তায় মিনিষ্টার শো-রুমের সামনে হইতে ১০ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ২০.২৫ ঘটিকায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১।
দুর্জয় সরকার (২৬), পিতা-মৃতঃ বিমল সরকার, মাতা-ঝর্ণা রাণী সরকার, সাং-মাইনকোন, থানা-মুক্তাগাছা, এ/পি-সেহড়া ধোপাখোলা চক্ষু হাসপাতালের উত্তর পাশে তন্ময় এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।