ময়ননসিংহ ৪ আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেল আবু ওয়াহাব আকন্দ
- Update Time : ০৬:৩২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / ৩৪ Time View
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। এরই অংশ হিসেবে ময়মনসিংহ-৪ (সদর) আসনের জন্য দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে।
দলের নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের সঙ্গে দৃঢ় যোগাযোগের ভিত্তিতেই কেন্দ্রীয় নেতৃত্ব ওয়াহিদকে এই আসনে মনোনয়ন দেয়। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও তার মনোনয়নকে স্বাগত জানানো হয়েছে।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন,“দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি জীবন দিয়ে হলেও তা পালন করব। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমি মাঠে থাকব।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় ওয়াহিদ এখন প্রচার–প্রচারণায় আরও সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

















































































































































