ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ভূয়া চিকিৎসককে মোবাইল কোর্টের জেল জরিমানা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
- Update Time : ০৮:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯৫ Time View
মনোহরদীর চালাকচর বাজারে চিকিৎসক না হয়েও ব্যবস্থাপত্রের মাধ্যমে রোগী চিকিৎসার অভিযোগে এক ভূয়া চিকিৎসককে মোবাইল কোর্ট জেল ও জরিমানার দন্ড প্রদান করেছে।
বৃহস্পতিবার বিকেলে মনেহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিম কর্তৃক চালাকচর বাজারে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এতে চিকিৎসক না হয়েও বাজারে চেম্বার খুলে রোগীদের চিকিৎসা দেয়ার অভিযোগে মাসুদুর রহমান সরকার নামে এক যুবককে ৩০ হাজার টাকা জরিমানা ও ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এ সময় তাকে সহযোগীতায় ছিলেন মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডাঃ মোখলেসুর রহমান টিটু ও স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ।
মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।