শাবিপ্রবি ফটকের পাশে
মডেল মসজিদ নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শনে মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- Update Time : ০৫:১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ৫২০ Time View
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পশ্চিম পাশে মডেল মসজিদ নির্মাণের লক্ষ্যে (২৭ অক্টোবর) সোমবার সকাল ১১টায় সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন ধর্ম মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ কামরুল ইসলাম, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ জহির বিন আলম, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আহমদ মাহবুব ফেরদৌসী, অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, ভাইস চ্যান্সেলরের সচিব ও অতিরিক্ত রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন প্রমুখ।
অন্যদিকে, মন্ত্রণালয়ের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শহিদুল আলম, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মুঃ আঃ আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম এবং ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) মোঃ সাজজাদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পশ্চিম পাশে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কসংলগ্ন স্থানে মসজিদ নির্মাণের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।







































































































































































































