ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে আওয়ামী লীগের ‘গোপন ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের বাধা, সংঘর্ষে আহত ৫ তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের স্মারকলিপি পেশ কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় বৃদ্ধি বাসা থেকে প্রবেশপত্র আনতে ও পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দি‌য়ে সহায়তা ক‌র‌লেন মান‌বিক পুলিশ ফেসবুকে ইসরাইলী পণ্য বিক্রির গুজব, নিরাপত্তাহীনতায় মালিক-কর্মচারীরা টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী সৈকতসহ ছয় সহযোগী গ্রেফতার জবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি, মার্কিন ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান অতিরিক্ত শুল্কে মার্কিন নাগরিকদের ক্ষতি বেশি

মডার্ন পিথিয়ান গেমস বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হয়েছেন আখতারুজ্জামান তুহিন

আব্দুস সবুর
  • Update Time : ০২:২১:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • / ১৬৩ Time View

বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে “মডার্ন পিথিয়ান গেমস”। এই ‘মর্ডান পিথিয়ান গেমস’এর সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেয়েছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা ফিলিপনগর ইউনিয়নের কৃতি সন্তান আখতারুজ্জামান তুহিন।

পিথিয়ান গেইমস অলাভজনক,অরাজনৈতিক, অ-ধর্মীয় এবং অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে এর কার্যক্রম পরিচালিত। মডার্ন পিথিয়ান গেমস-আমাদের যে সকল প্রচলিত ঐতিহ্যবাহী খেলাধুলা,সাহিত্য-সাংস্কৃতি আছে এবং যে সকল খেলাধুলা,শিল্প এবং সংস্কৃতি হারিয়ে গিয়েছে এগুলোকে পুনরুদ্ধারের জন্য চেষ্টা চলমান। প্রতিটা দেশেরঐতিহ্যবাহী খেলাধুলা,শিল্প সংস্কৃতি পৃথিবীতে সম্মানজনক,একটি কমন প্লাটফর্মে উপস্থাপন এবং প্রতিযোগিতার মাধ্যমে প্রচারিত এবং প্রসারিত করা।

আশা করা হচ্ছে অলিম্পিক গেমসের মত মডার্ন পিথিয়ান গেমস এক সময় পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে,যেটা আমাদের শিল্প সংস্কৃতি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মডার্ন পিথিয়ান গেমসের প্রতিষ্ঠাতা বিজেন্দর গোয়েল।

মর্ডান পিথিয়ান গেমস এবং অলিম্পিক গেমস,উভয়ই প্রাচীন গ্রীক ইতিহাসের অন্তর্গত,চারটি প্রাচীন প্যান-হেলেনিক গেমের মধ্যে ছিল। এগুলি ৫৮২ খ্রিস্টপূর্বাব্দ থেকে একই সময়ে বিদ্যমান ছিল এবং ৩৯৩ খ্রিস্টাব্দে থিম সময়ে পর্যায়ক্রমে বিলুপ্ত হয়েছিল,আধুনিক পিথিয়ান গেমসগুলি প্রাচীন পিথিয়ান গেমস দ্বারা অনুপ্রাণিত এবং ২০২২ সালে ভারতের নিউইহিতে ৯২টি দেশের প্রতিনিধিদের দ্বারা পুনরুজ্জীবিত হয়েছে। দেশীয় শিল্প,সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী খেলাধুলাকে আন্তর্জাতিক পর্যায়ে চর্চার প্লাটফর্ম হিসেবে কাজ করছে ‘মডার্ন পিথিয়ান গেমস’। পিথিয়ান গেমসের সূচনা হয়েছিল প্যানহেলনিক গেমস থেকে। প্যানহেলনিক গেমস হলো প্রাচীন গ্রিসে অনুষ্ঠিত চারটি পৃথক ক্রীড়া উৎসবের সম্মিলিত শব্দ।যার মধ্যে রয়েছে-‘পিথিয়ান গেমস’, ‘অলিম্পিক গেমস’,‘নেমিয়ান গেমস’ও ‘ইস্টমিয়ান গেমস’।

কালের বিবর্তনে পিথিয়ান গেমস হারিয়ে যায়। ভারতীয় নাগরিক বিজেন্দর গোয়েল ২০২২ সালের ৭ এপ্রিল গ্রিসের ডেলফিতে অনুষ্ঠিত ডেলফি ইকোনমিক ফোরামের বার্ষিক সাধারণ সভায় আধুনিক পিথিয়ান গেমসের ধারণা তুলে ধরেন এবং সেখানে বিজেন্দর গোয়েলকে আধুনিক পিথিয়ান গেমসের ‘প্রতিষ্ঠাতা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

শিল্প ও সংস্কৃতিতে নৈতিকতা এবং সুশাসন প্রচারের পাশাপাশি শিল্প ও সংস্কৃতির মাধ্যমে যুবশিক্ষা এবং শান্তি, ন্যায়বিচার এবং সম্প্রীতির জন্য কাজ করাই এই গেমসের মূখ্য ভূমিকা।”মর্ডান পিথিয়ান গেমস”সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,BIMSTEC nation এর সদর দপ্তর বাংলাদেশে হবে।BIMSTEC nation এর প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের আমাদের সম্মানিত ড:মো:আবুল কালাম আজাদ (মহাব্যবস্থাপক,উপ আনুষ্ঠানিক শিক্ষা বুরো)।আমরা এতে অনেক গর্বিত এবং স্যারকে আমাদের অভিনন্দন।

মর্ডান পিথিয়ান গেমস-কারিগরের স্বাস্থ্য এবং চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করা,Pythian Games হোস্ট শহর,অঞ্চল এবং দেশগুলিতে গর্ব বাড়ানোর জন্য কাজ করা,লিঙ্গবৈষম্য অর্জনের জন্য সকল স্তরে নারীদের সাংগঠনিক কাঠামো এবং অংশগ্রহণে উন্নীত করা সহ আরো অনেক কর্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখাই পিথিয়ান গেমস এর মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

মডার্ন পিথিয়ান গেমস বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হয়েছেন আখতারুজ্জামান তুহিন

আব্দুস সবুর
Update Time : ০২:২১:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে “মডার্ন পিথিয়ান গেমস”। এই ‘মর্ডান পিথিয়ান গেমস’এর সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেয়েছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা ফিলিপনগর ইউনিয়নের কৃতি সন্তান আখতারুজ্জামান তুহিন।

পিথিয়ান গেইমস অলাভজনক,অরাজনৈতিক, অ-ধর্মীয় এবং অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে এর কার্যক্রম পরিচালিত। মডার্ন পিথিয়ান গেমস-আমাদের যে সকল প্রচলিত ঐতিহ্যবাহী খেলাধুলা,সাহিত্য-সাংস্কৃতি আছে এবং যে সকল খেলাধুলা,শিল্প এবং সংস্কৃতি হারিয়ে গিয়েছে এগুলোকে পুনরুদ্ধারের জন্য চেষ্টা চলমান। প্রতিটা দেশেরঐতিহ্যবাহী খেলাধুলা,শিল্প সংস্কৃতি পৃথিবীতে সম্মানজনক,একটি কমন প্লাটফর্মে উপস্থাপন এবং প্রতিযোগিতার মাধ্যমে প্রচারিত এবং প্রসারিত করা।

আশা করা হচ্ছে অলিম্পিক গেমসের মত মডার্ন পিথিয়ান গেমস এক সময় পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে,যেটা আমাদের শিল্প সংস্কৃতি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মডার্ন পিথিয়ান গেমসের প্রতিষ্ঠাতা বিজেন্দর গোয়েল।

মর্ডান পিথিয়ান গেমস এবং অলিম্পিক গেমস,উভয়ই প্রাচীন গ্রীক ইতিহাসের অন্তর্গত,চারটি প্রাচীন প্যান-হেলেনিক গেমের মধ্যে ছিল। এগুলি ৫৮২ খ্রিস্টপূর্বাব্দ থেকে একই সময়ে বিদ্যমান ছিল এবং ৩৯৩ খ্রিস্টাব্দে থিম সময়ে পর্যায়ক্রমে বিলুপ্ত হয়েছিল,আধুনিক পিথিয়ান গেমসগুলি প্রাচীন পিথিয়ান গেমস দ্বারা অনুপ্রাণিত এবং ২০২২ সালে ভারতের নিউইহিতে ৯২টি দেশের প্রতিনিধিদের দ্বারা পুনরুজ্জীবিত হয়েছে। দেশীয় শিল্প,সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী খেলাধুলাকে আন্তর্জাতিক পর্যায়ে চর্চার প্লাটফর্ম হিসেবে কাজ করছে ‘মডার্ন পিথিয়ান গেমস’। পিথিয়ান গেমসের সূচনা হয়েছিল প্যানহেলনিক গেমস থেকে। প্যানহেলনিক গেমস হলো প্রাচীন গ্রিসে অনুষ্ঠিত চারটি পৃথক ক্রীড়া উৎসবের সম্মিলিত শব্দ।যার মধ্যে রয়েছে-‘পিথিয়ান গেমস’, ‘অলিম্পিক গেমস’,‘নেমিয়ান গেমস’ও ‘ইস্টমিয়ান গেমস’।

কালের বিবর্তনে পিথিয়ান গেমস হারিয়ে যায়। ভারতীয় নাগরিক বিজেন্দর গোয়েল ২০২২ সালের ৭ এপ্রিল গ্রিসের ডেলফিতে অনুষ্ঠিত ডেলফি ইকোনমিক ফোরামের বার্ষিক সাধারণ সভায় আধুনিক পিথিয়ান গেমসের ধারণা তুলে ধরেন এবং সেখানে বিজেন্দর গোয়েলকে আধুনিক পিথিয়ান গেমসের ‘প্রতিষ্ঠাতা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

শিল্প ও সংস্কৃতিতে নৈতিকতা এবং সুশাসন প্রচারের পাশাপাশি শিল্প ও সংস্কৃতির মাধ্যমে যুবশিক্ষা এবং শান্তি, ন্যায়বিচার এবং সম্প্রীতির জন্য কাজ করাই এই গেমসের মূখ্য ভূমিকা।”মর্ডান পিথিয়ান গেমস”সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,BIMSTEC nation এর সদর দপ্তর বাংলাদেশে হবে।BIMSTEC nation এর প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের আমাদের সম্মানিত ড:মো:আবুল কালাম আজাদ (মহাব্যবস্থাপক,উপ আনুষ্ঠানিক শিক্ষা বুরো)।আমরা এতে অনেক গর্বিত এবং স্যারকে আমাদের অভিনন্দন।

মর্ডান পিথিয়ান গেমস-কারিগরের স্বাস্থ্য এবং চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করা,Pythian Games হোস্ট শহর,অঞ্চল এবং দেশগুলিতে গর্ব বাড়ানোর জন্য কাজ করা,লিঙ্গবৈষম্য অর্জনের জন্য সকল স্তরে নারীদের সাংগঠনিক কাঠামো এবং অংশগ্রহণে উন্নীত করা সহ আরো অনেক কর্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখাই পিথিয়ান গেমস এর মূল লক্ষ্য।