ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আমরা ধর্ম চর্চা করবো, কারো প্রতি বিদ্ধেষ করবোনা: ধর্ম উপদেষ্টা টঙ্গীতে ফ্ল্যাটে ঢুকে দুই শিশুকে কুপিয়ে হত্যা আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা: ড. খলিলুর রহমান ৫ মাসেও সন্ধান মিলেনি উখিয়ায় অপহ্নত ৪ জেলের : পরিবারে চলছে শোকের মাতম আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়  চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা ইউছুফ আটক গাছ কাটাকে কেন্দ্র করে মাকে হত্যা; ছেলে গ্রেফতার প্রেমিকের প্রলোভনে স্বামীকে তালাক, বিয়ের দাবিতে প্রেমিকার অনশন পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ায় গণসংবর্ধণায় গণপূর্ত মন্ত্রী মোকতাদির চৌধুরী এমপি

মজুদদারদের জরিমানা নয়,কারাগারে পাঠানোর হুঁশিয়ারি গণপূর্ত মন্ত্রীর

আঃ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : ০৯:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • / ২১৩ Time View

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, সামনে রমজানুল মোবারক, রমজানুল মোবারককে সামনে রেখে যেসব লোকেরা কালো ধান্ধায় আছেন, তাদেরকে আমরা সতর্ক করতে চাই, আমরা কোন রকমের মজুদদারিকে সহ্য করবো না।

শনিবার (২৭ জানুয়ারী) সন্ধ্যায় হ্মণবাড়িয়াস্থ নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে তাঁকে দেয়া জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

গণপূর্ত মন্ত্রী বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ে যে সকল বন্ধুরা খেলাধূলা করবেন তাদেরকে খেলাধূলা না করার অনুরোধ করবো। খেলাধূলা করলে কেউ রেহাই পাবেন না। আমি আজকে বলে দিয়েছি একজন মন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে, কোন জরিমানার ব্যাপার স্যাপার নাই, সরাসরি কারাগারে পাঠানোর জন্য আমি অনুরোধ করেছি। এ রোজার মাসকে আমরা সব কিছু থেকে মুক্ত রাখতে চাই ।

জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে বলতে চাই, বহু চেষ্টা করেও নির্বাচন বন্ধ করতে পারেন নাই। মঞ্চে উপবিষ্ট দু’জন বিজয়ী স্বতন্ত্র প্রার্থীও বলেছেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন হয়েছে।

তিনি বলেন, শান্তিপূর্নভাবে কোন মিছিল মিটিং করলে কোন আপত্তি নাই। যদি অশান্ত হন, আগুন সন্ত্রাস করেন, জনগণের অশান্তি হয়, এমন কোন কাজ করলে তাহলে সহ্য করা হবে না। জনগনের শান্তি বিনষ্ট হয় এমন কোন কাজ করতে দেয়া হবেনা।

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য জননেত্রী শেখ হাসিন সচেষ্ট আছেন, আমরাও তার সাথে আছি। আসুন সকলে মিলে দেশকে আরো এগিয়ে নিয়ে যাই।

গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়াবাসী আমাকে যে ভালোবাসায় সিক্ত করেছেন সেজন্য কৃতজ্ঞ ও ঋণী। জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে একটি দেশ দিয়ে গেছেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। আপনারা আমাকে বিজয়ী করেছেন। জননেত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রী বানিয়েছেন। আমি জেলাবাসীর কাছে দোয়া চাই, আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা যেন আমি যথাযথভাবে পালন করতে পারি। আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তার প্রতিটা আমি পালন করবো ইনশাল্লাহ। আগেও আমি চাঁদাবাজ, ছিনতাইকারী, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ছিলাম, আজো আছি। মাদক ব্যবসায়ীদের বলতে চাই, আপনাদের কারণে আমার যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে, আমি তাদের ধ্বংসের পথে যেতে দিতে পারি না। তাই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স। গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, ব্রাহ্মণবাড়িয়া -১-(নাসিরনগর) আসনের সংসদ সদস্য সৈয়দ এ.কে একরামুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন মঈন। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শোভন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান শফিকুল আলম এম.এস.সি, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শিপনসহ প্রমুখ নেতৃবৃন্দ। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। সংবর্ধনানুষ্ঠান শেষে ব্যান্ড দল নগর বাউলের জেমস সঙ্গীত পরিবেশন করেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়ায় গণসংবর্ধণায় গণপূর্ত মন্ত্রী মোকতাদির চৌধুরী এমপি

মজুদদারদের জরিমানা নয়,কারাগারে পাঠানোর হুঁশিয়ারি গণপূর্ত মন্ত্রীর

আঃ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Update Time : ০৯:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, সামনে রমজানুল মোবারক, রমজানুল মোবারককে সামনে রেখে যেসব লোকেরা কালো ধান্ধায় আছেন, তাদেরকে আমরা সতর্ক করতে চাই, আমরা কোন রকমের মজুদদারিকে সহ্য করবো না।

শনিবার (২৭ জানুয়ারী) সন্ধ্যায় হ্মণবাড়িয়াস্থ নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে তাঁকে দেয়া জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

গণপূর্ত মন্ত্রী বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ে যে সকল বন্ধুরা খেলাধূলা করবেন তাদেরকে খেলাধূলা না করার অনুরোধ করবো। খেলাধূলা করলে কেউ রেহাই পাবেন না। আমি আজকে বলে দিয়েছি একজন মন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে, কোন জরিমানার ব্যাপার স্যাপার নাই, সরাসরি কারাগারে পাঠানোর জন্য আমি অনুরোধ করেছি। এ রোজার মাসকে আমরা সব কিছু থেকে মুক্ত রাখতে চাই ।

জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে বলতে চাই, বহু চেষ্টা করেও নির্বাচন বন্ধ করতে পারেন নাই। মঞ্চে উপবিষ্ট দু’জন বিজয়ী স্বতন্ত্র প্রার্থীও বলেছেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন হয়েছে।

তিনি বলেন, শান্তিপূর্নভাবে কোন মিছিল মিটিং করলে কোন আপত্তি নাই। যদি অশান্ত হন, আগুন সন্ত্রাস করেন, জনগণের অশান্তি হয়, এমন কোন কাজ করলে তাহলে সহ্য করা হবে না। জনগনের শান্তি বিনষ্ট হয় এমন কোন কাজ করতে দেয়া হবেনা।

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য জননেত্রী শেখ হাসিন সচেষ্ট আছেন, আমরাও তার সাথে আছি। আসুন সকলে মিলে দেশকে আরো এগিয়ে নিয়ে যাই।

গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়াবাসী আমাকে যে ভালোবাসায় সিক্ত করেছেন সেজন্য কৃতজ্ঞ ও ঋণী। জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে একটি দেশ দিয়ে গেছেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। আপনারা আমাকে বিজয়ী করেছেন। জননেত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রী বানিয়েছেন। আমি জেলাবাসীর কাছে দোয়া চাই, আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা যেন আমি যথাযথভাবে পালন করতে পারি। আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তার প্রতিটা আমি পালন করবো ইনশাল্লাহ। আগেও আমি চাঁদাবাজ, ছিনতাইকারী, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ছিলাম, আজো আছি। মাদক ব্যবসায়ীদের বলতে চাই, আপনাদের কারণে আমার যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে, আমি তাদের ধ্বংসের পথে যেতে দিতে পারি না। তাই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স। গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, ব্রাহ্মণবাড়িয়া -১-(নাসিরনগর) আসনের সংসদ সদস্য সৈয়দ এ.কে একরামুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন মঈন। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শোভন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান শফিকুল আলম এম.এস.সি, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শিপনসহ প্রমুখ নেতৃবৃন্দ। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। সংবর্ধনানুষ্ঠান শেষে ব্যান্ড দল নগর বাউলের জেমস সঙ্গীত পরিবেশন করেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন।