ব্রেকিং নিউজঃ
ভিকারুননিসার ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিল করল মাউশি

ডেস্ক রিপোর্ট
- Update Time : ০৮:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৩ Time View
ভর্তির ক্ষেত্রে বয়সের নীতিমালা না মানায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। তারা সবাই ২০২৪ সালে ভর্তি হয়েছিল।
বুধবার হাইকোর্টের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বিষয়টি নিশ্চিত করেন মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী।
মাউশির সহকারী পরিচালক বলেন, ‘ভর্তির ক্ষেত্রে বয়সের নীতিমালা না মানায় মহামান্য হাইকোর্টের নির্দেশে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।’
জানা গেছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে বিধিবহির্ভূতভাবে ১ জানুয়ারি ২০১৭ সালের আগে জন্ম গ্রহণকারী ১৬৯ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়।