ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল গাজীপুর মহানগর যুবদল

- Update Time : ০২:০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫৯ Time View
মহান অমর একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর মহানগর যুবদল ও বিএনপি অংগ সংগঠনের নেতারা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মোঃ সুমনের নেতৃত্বে দলের নেতারা টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয়ের গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শেখ সুমন বলেন, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে দেশ স্বাধীন হয়েছিল। আর ২৪ এ রাস্ট্রনায়ক তারেক রহমানের ডাকে ফ্যাসিবাদমুক্ত করেছি।
দিবসটি উপলক্ষে সারা দেশের ন্যায় বিএনপির কার্যালয়ে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
এ সময় টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ন আহবায়ক তানভির আহম্মেদ রাজন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স, গাজীপুর মহানগর যুবদলের সাবেক পরিবেশ ও জলবায়ু বিষয়ক আল আমিন ইসলাম আকাশ, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক জিম, ৫২ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কানন, রবিন, হাবিব, রিফাত, আমান প্রমুখ উপস্থিত ছিলেন।