ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কেরানীগঞ্জে অবৈধ ব্যাটারী কারখানা সিলগালা, ৭ দিনের মধ্যে দস্তা বর্জ্য অপসারণের নির্দেশ স্ত্রীর সাথে অভিমান: চিরকুট লিখে যুবকের আত্মহত্যা ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: গণ অধিকার পরিষদ কাফনের কাপড় পরে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের নিয়মের মধ্যে না এলে রেস্টুরেন্টগুলোর বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন করা হবে সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধর পদত্যাগ লালদিয়ায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে : বিডা চেয়ারম্যান আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ভক্তদের সু-খবর দিলেন সানি দেওল

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৫:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • / ১২৯ Time View

বহু বছর পর প্রত্যাবর্তন করেই ফের বক্স অফিসে সুনামি তুললেন সানি দেওল। সম্প্রতি সানি দেওলের মুক্তিপ্রাপ্ত ‘গাদর ২’ ইতিমধ্যেই ৩০০ কোটি পার করেছে বক্স অফিসে। সাফল্য আর প্রশংসার জোয়ারে ভাসছেন অভিনেতা।

ঠিক এরই মাঝে ভক্তদের জন্য সুংসবাদ দিলেন সানি দেওল। জানালেন, ফের আসবে গাদার। সানি স্পষ্ট করে বললেন, ‘গাদার ২’-এর সাফল্যর পর ‘গাদার ৩’ তৈরির জন্য তোরজোড় শুরু করে দিয়েছে সিনেমাটির টিম। এর আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হলে সানি দেওলকে প্রশ্ন করা হয়, ‘গাদার ৩’-এর জন্য অপেক্ষা করছে সবাই।

এটি আসবে কি? উত্তরে সানি দেওল বলেন, ‘গাদার ৩ আসবে।’ এদিকে সা¤প্রতিক এক সাক্ষাৎকারে ‘গাদার ২’-এর পরিচালক অনিল শর্মা ‘গাদার ৩’ সম্পর্কে কথা বলেছিলেন। তিনি বলেন, “আপনাকে এর জন্য অপেক্ষা করতে হবে। ধৈর্যের ফল মিষ্টি হয়। আমার এবং শক্তিমান জির (গাদার ২-এর লেখক) মনে কিছু চিন্তা এসেছে। তাই অপেক্ষা করুন, সবকিছু হবে।” মুক্তির আগে থেকেই রেকর্ডব্রেকিং অগ্রিম বুকিং পেয়েছে ‘গাদার ২’। সিনেমাটি মেট্রো শহরের প্রায় সমস্ত প্রেক্ষাগৃহে হাউজফুল ছিল।

মুক্তির পর দর্শকমহলেও তুমুল সাড়া পেয়েছে এটি। সমালোচকদেরও প্রশংসা কুড়ায় সিনেমাটি যার ফলে সিনেমাহলে দর্শকের ভীড় বাড়ছে প্রতিনিয়ত। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত সানি দেওলের ‘গাদার’ সে বছর সবচেয়ে বেশি আয়কারী সিনেমা হয়ে ওঠে। বলিউডের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায়ও রয়েছে এটি।

ভারত-পাকিস্তানের দাঙ্গা ও দাঙ্গা-পরবর্তী নিজের স্ত্রীকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনতে তারা সিংয়ের লড়াই নিয়েই সিনেমার মূল গল্প। তারা সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল এবং সখিনা চরিত্রে অভিনয় করেছেন আমিশা প্যাটেল। ‘গাদার ২’-তেও একই চরিত্রে অভিনয় করেছেন দুজন। সূত্র : পিঙ্কভিলা

Please Share This Post in Your Social Media

ভক্তদের সু-খবর দিলেন সানি দেওল

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ০৫:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩

বহু বছর পর প্রত্যাবর্তন করেই ফের বক্স অফিসে সুনামি তুললেন সানি দেওল। সম্প্রতি সানি দেওলের মুক্তিপ্রাপ্ত ‘গাদর ২’ ইতিমধ্যেই ৩০০ কোটি পার করেছে বক্স অফিসে। সাফল্য আর প্রশংসার জোয়ারে ভাসছেন অভিনেতা।

ঠিক এরই মাঝে ভক্তদের জন্য সুংসবাদ দিলেন সানি দেওল। জানালেন, ফের আসবে গাদার। সানি স্পষ্ট করে বললেন, ‘গাদার ২’-এর সাফল্যর পর ‘গাদার ৩’ তৈরির জন্য তোরজোড় শুরু করে দিয়েছে সিনেমাটির টিম। এর আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হলে সানি দেওলকে প্রশ্ন করা হয়, ‘গাদার ৩’-এর জন্য অপেক্ষা করছে সবাই।

এটি আসবে কি? উত্তরে সানি দেওল বলেন, ‘গাদার ৩ আসবে।’ এদিকে সা¤প্রতিক এক সাক্ষাৎকারে ‘গাদার ২’-এর পরিচালক অনিল শর্মা ‘গাদার ৩’ সম্পর্কে কথা বলেছিলেন। তিনি বলেন, “আপনাকে এর জন্য অপেক্ষা করতে হবে। ধৈর্যের ফল মিষ্টি হয়। আমার এবং শক্তিমান জির (গাদার ২-এর লেখক) মনে কিছু চিন্তা এসেছে। তাই অপেক্ষা করুন, সবকিছু হবে।” মুক্তির আগে থেকেই রেকর্ডব্রেকিং অগ্রিম বুকিং পেয়েছে ‘গাদার ২’। সিনেমাটি মেট্রো শহরের প্রায় সমস্ত প্রেক্ষাগৃহে হাউজফুল ছিল।

মুক্তির পর দর্শকমহলেও তুমুল সাড়া পেয়েছে এটি। সমালোচকদেরও প্রশংসা কুড়ায় সিনেমাটি যার ফলে সিনেমাহলে দর্শকের ভীড় বাড়ছে প্রতিনিয়ত। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত সানি দেওলের ‘গাদার’ সে বছর সবচেয়ে বেশি আয়কারী সিনেমা হয়ে ওঠে। বলিউডের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায়ও রয়েছে এটি।

ভারত-পাকিস্তানের দাঙ্গা ও দাঙ্গা-পরবর্তী নিজের স্ত্রীকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনতে তারা সিংয়ের লড়াই নিয়েই সিনেমার মূল গল্প। তারা সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল এবং সখিনা চরিত্রে অভিনয় করেছেন আমিশা প্যাটেল। ‘গাদার ২’-তেও একই চরিত্রে অভিনয় করেছেন দুজন। সূত্র : পিঙ্কভিলা