ভক্তদের জন্য সুসংবাদ দিলেন নেইমার

- Update Time : ০২:১২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ১৫৭ Time View
ইনজুরিতে পড়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে বিশ্রামে আছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। তবে এবার মাঠের বাইরেই ভক্তদের জন্য সুখবর দিলেন পিএসজির এই ফরোয়ার্ড। দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন নেইমার।
বিষয়টি নিশ্চিত হওয়া গেছে নেইমারের প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে।
বুধবার (১৯ এপ্রিল) নিজের ইনস্টাগ্রামে ব্রুনা বিয়ানকার্দি নিজের ‘বেবি বাম্প’ এর ছবি পোস্ট করে লেখেন, ‘আমরা আমাদের ভালোবাসা পূর্ণ করতে তোমার (অনাগত সন্তান) জন্য অপেক্ষা করছি। অনেক পরিকল্পনা সাজানো হয়েছে তোমাকে ঘিরে।’
ব্রুনার ওই পোস্টে নেইমারকে সহ ত্যার একটি ছবি শেয়ার করা হয়েছে। ব্রুনা আরও লিখেছেন, ‘পুত্র আমার, তোমার জন্য সুন্দর একটি পরিবার অপেক্ষা করছে। যেখানে তোমার ভাই, দাদা-দাদি এবং চাচা-চাচিরা তোমাকে খুব ভালোবাসবে। তুমি সুস্থভাবে এসে আমাদের স্বপ্ন পূর্ণ কর।’
নেইমারের বাবা হতে যাওয়ার খবর দেখে অনেক সতীর্থই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ভক্ত-সমর্থকরাও জানিয়েছেন শুভাকামনা।
এর আগে ডেভি লুকা নামে ১২ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে নেইমারের। তার মা ব্রাজিলিয়ান তারকার সাবেক প্রেমিকা ক্যারোলিন দান্তেস। এদিকে, ২০২১ সাল থেকে ব্রুনার সঙ্গে থাকা শুরু করেন নেইমার।