ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বাংলাদেশ কংগ্রেস জুলাই-২০২৪ হত্যাযজ্ঞের বিচারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি শুরু। টঙ্গীতে মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে গার্মেন্টস কর্মী আটক সাবেক সেনা সদস্য-দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ; রাতেই ‘অদৃশ্য শক্তি’তে মুক্তি গাজীপুরে বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা জিয়াউল হাসান স্বপন গ্রেপ্তার বিএনপির ১১ টি সংগঠনের বাইরে কোন সংগঠন নেই বর্তমান সময়ে সুষ্ঠ নির্বাচনের কথা কল্পনাও করা যায় না – জামায়াত আমির ৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা

ব্রিটেনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ঈদুল আজহা পালিত

জমির উদ্দিন সুমন, লন্ডন থেকে
  • Update Time : ০৬:৪১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
  • / ১৩৪ Time View

ব্রিটেন জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত রোববার ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। দেশটির বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামায়াত।লন্ডনের সবচেয়ে বড় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদে। এখানে গত রোববার স্থানীয় সকাল ৭ থেকে শুরু হয়ে এক ঘণ্টা পর পর ছয়টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের ইস্ট লন্ডন মসজিদ ও ব্রিকলেন মসজিদেও চারটি করে ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

ব্রিকলেন মসজিদে সকাল ১০টার জামায়াতে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম অংশগ্রহণ করেন।

এ ছাড়া লন্ডনের মাইলয়েন্ড স্টেডিয়াম, ইলফোর্ডের ভ্যালেন্টাইন পার্ক, গুডমেইজ পার্ক, বার্কিংয়ের আবে পার্কসহ যুক্তরাজ্যের অন্যান্য শহরে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

লন্ডন ছাড়াও বাংলাদেশি অধ্যুষিত যুক্তরাজ্যের অন্যান্য শহর লোটন, বার্মিংহাম, ওল্ডহাম, ম্যানচেস্টার, সান্ডারল্যান্ড, ব্রাডফোর্ড, নিউক্যাসল, কার্ডিফ, গ্লাসগো ও এডিনবরার ঈদের জামায়াতে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেছেন। বিভিন্ন জায়গায় ঈদ জামায়াতে মুসল্লিদের জন্য নানা পদের বিনা মূল্যের খাবার ও বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা ছিল।

প্রতি ঈদে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়ে আসলেও এবার প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পক্ষ থেকে কোনো শুভেচ্ছা বার্তা আসেনি। তাঁর অফিসিয়াল ফেসবুক পেজ, এক্স (সাবেক টুইটার) কিংবা প্রধানমন্ত্রীর ওয়েবসাইটেও এমন কোনো বার্তা দেখা যায় নি।

তবে ঈদুল আজহা উপলক্ষে প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার শুভেচ্ছা জানিয়ে বলেন, লেবার পার্টির পক্ষ থেকে আমি ব্রিটেন ও সারা বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এ বছর যাঁরা হজে অংশ নিয়েছেন তাঁদের জন্যও আমাদের শুভকামনা।

বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুৎফুর রহমান ঈদের শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল আজহা নবী ইব্রাহিমের প্রতি শ্রদ্ধা ও তাঁর সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইলকে উৎসর্গ করার ইচ্ছা উদ্‌যাপনের উপলক্ষ। এটি দরিদ্র ও অসহায়দের সাহায্য করারও একটি বড় সুযোগ। এই শুভ উপলক্ষে আমি আপনি ও আপনার পরিবারের আনন্দ, সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করি।

ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদুল আজহার আত্মত্যাগের মহিমায় আমাদের সকলের জীবন মহিমান্বিত হয়ে উঠুক এবং ধনী-গরিব সকলের জন্য এই ঈদ বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও আনন্দ।

এ ছাড়া বার্কিং অ্যান্ড ডেগেনহ্যামের মেয়র মইন কাদরী ও ওয়ার্দিং কাউন্সিলের মেয়র ইবশা চৌধুরী সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

ব্রিটেনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ঈদুল আজহা পালিত

জমির উদ্দিন সুমন, লন্ডন থেকে
Update Time : ০৬:৪১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

ব্রিটেন জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত রোববার ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। দেশটির বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামায়াত।লন্ডনের সবচেয়ে বড় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদে। এখানে গত রোববার স্থানীয় সকাল ৭ থেকে শুরু হয়ে এক ঘণ্টা পর পর ছয়টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের ইস্ট লন্ডন মসজিদ ও ব্রিকলেন মসজিদেও চারটি করে ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

ব্রিকলেন মসজিদে সকাল ১০টার জামায়াতে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম অংশগ্রহণ করেন।

এ ছাড়া লন্ডনের মাইলয়েন্ড স্টেডিয়াম, ইলফোর্ডের ভ্যালেন্টাইন পার্ক, গুডমেইজ পার্ক, বার্কিংয়ের আবে পার্কসহ যুক্তরাজ্যের অন্যান্য শহরে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

লন্ডন ছাড়াও বাংলাদেশি অধ্যুষিত যুক্তরাজ্যের অন্যান্য শহর লোটন, বার্মিংহাম, ওল্ডহাম, ম্যানচেস্টার, সান্ডারল্যান্ড, ব্রাডফোর্ড, নিউক্যাসল, কার্ডিফ, গ্লাসগো ও এডিনবরার ঈদের জামায়াতে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেছেন। বিভিন্ন জায়গায় ঈদ জামায়াতে মুসল্লিদের জন্য নানা পদের বিনা মূল্যের খাবার ও বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা ছিল।

প্রতি ঈদে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়ে আসলেও এবার প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পক্ষ থেকে কোনো শুভেচ্ছা বার্তা আসেনি। তাঁর অফিসিয়াল ফেসবুক পেজ, এক্স (সাবেক টুইটার) কিংবা প্রধানমন্ত্রীর ওয়েবসাইটেও এমন কোনো বার্তা দেখা যায় নি।

তবে ঈদুল আজহা উপলক্ষে প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার শুভেচ্ছা জানিয়ে বলেন, লেবার পার্টির পক্ষ থেকে আমি ব্রিটেন ও সারা বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এ বছর যাঁরা হজে অংশ নিয়েছেন তাঁদের জন্যও আমাদের শুভকামনা।

বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুৎফুর রহমান ঈদের শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল আজহা নবী ইব্রাহিমের প্রতি শ্রদ্ধা ও তাঁর সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইলকে উৎসর্গ করার ইচ্ছা উদ্‌যাপনের উপলক্ষ। এটি দরিদ্র ও অসহায়দের সাহায্য করারও একটি বড় সুযোগ। এই শুভ উপলক্ষে আমি আপনি ও আপনার পরিবারের আনন্দ, সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করি।

ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদুল আজহার আত্মত্যাগের মহিমায় আমাদের সকলের জীবন মহিমান্বিত হয়ে উঠুক এবং ধনী-গরিব সকলের জন্য এই ঈদ বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও আনন্দ।

এ ছাড়া বার্কিং অ্যান্ড ডেগেনহ্যামের মেয়র মইন কাদরী ও ওয়ার্দিং কাউন্সিলের মেয়র ইবশা চৌধুরী সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।