ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড
- Update Time : ০৬:২৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / ১৮ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে সুমন মিয়া নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ রেজাউল করিমের ট্রাইব্যুনালে এই রায় প্রদান করেন।
মামলা সুত্রে জানা যায়, ২০২১ সালের ১৮ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মজলিশপুর গ্রামের ফজলুল করিম (আক্কাছে)’র ছেলে মোঃ সুমন মিয়া একই এলাকার মোঃ সাইফুল ইসলামের মেয়ে সানমুন স্কুলের ২য় শ্রেনীর ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সানমুন স্কুলের পাশে নিয়ে ধর্ষণ করে।
এসময় ভিকটিমকে ধর্ষনের ঘটনা গোপন রাখার জন্য বলে এবং ধর্ষনের কথা বলিলে হত্যার হুমকি প্রদান করে আসামী সুমন মিয়া। ঘটনা জানাজানি হলে ভিকটিমের মা বাদী হয়ে কসবা থানায় ধর্ষনের মামলা দায়ের করে। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে একমাত্র আসামী সুমন মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করেন। পরবর্তীতে মামলাটি ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ বিচারের জন্য প্রেরণ করেন।
মামলার স্বাক্ষীসহ বিভিন্ন কার্যক্রম শেষে একমাত্র আসামী সুমন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারার শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় উক্ত আসামীকে দোষী সাব্যস্তক্রমে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
আদেশে আরো বলা হয়, ইতোপুর্বে আসামী হাজত বাস করে থাকিলে ফৌজদারী কার্যবিধির ৩৫ ধারায় বিধান মোতাবেক সাজার মেয়াদ হতে বাদ যাবে। এ রায়ে বাদীপক্ষ সন্তোষ্ট প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর করার কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন এ. পি.পি মোঃ আব্দুল কাইয়ুম।
নওরোজ/এসএইচ