ব্রাহ্মণবাড়িয়া বিচার বিভাগের শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

- Update Time : ০৫:৫০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৪ Time View
১৯৫২ সালে একুশে ফেব্রুয়ারী ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষনের বিরুদ্ধে বাঙ্গালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ।
একুশে ফেব্রুয়ারী বাঙ্গালি জাতির চির প্রেরণা ও অবিস্মরনীয় একটি দিন।এটি শুধু বাংলাদেশের নয়,এখন এটি সারা বিশ্বের আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ ২১ ফেব্রুয়ারী-২০২৫ শুক্রবার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিচার বিভাগের শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
এদিন সকালে জেলা ও দায়রা জজ এর বাস ভবন থেকে পুষ্পস্তবক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মঈন উদ্দীন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান, যুগ্ম জেলা ও দায়রা জজ হারুন অর রশিদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামিউল আলম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান নিপা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী জজ রেজাউল হকসহ জজশীপ ও ম্যাজিস্ট্রেসী আদালতের কর্মকর্তা কর্মচারীগন।