ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য

ব্রাহ্মণবাড়িয়া-টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল

ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইল প্রতিনিধি
  • Update Time : ০৭:২৩:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • / ৬৫ Time View

টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি: সংগৃহীত।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইলে ঝটিকা মিছিল করেছেন কিছু নেতা-কর্মী। ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদে পাল্টা মিছিল করে ছাত্রদল ও টাঙ্গাইলে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট বাইপাস সড়কে জেলা ছাত্রলীগের ব্যানারে মিছিলটি করে এবং শনিবার (৪ জানুয়ারি) সকাল সাতটার দিকে টাঙ্গাইলের নিরালা মোড় এলাকা থেকে ঝটিকা মিছিলটি বের করা হয়। টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক ওরফে তানজীলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন এ মিছিলে অংশ নেন।

মিছিলে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শুভ শুভ শুভদিন, ছাত্রলীগের জন্মদিন’, ‘আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’—স্লোগান দেন।

ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে রাত ১১ টার দিকে পাল্টা মিছিল নিয়ে বের হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমান শাহীন ও সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে শহরের কুমারশীল মোড় এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্তরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল নেতাকর্মীরা।

টাঙ্গাইলে ছাত্রলীগের মিছিলের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আবু শেরশাহ আহম্মেদ সকালে তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠনের লোকজন কার্যক্রম চালাচ্ছে। আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীদের ওপর হামলাকারীরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তাহলে প্রশাসন কী করে?’

এ প্রসঙ্গে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মদ বলেন, আওয়ামী লীগ অফিসের সামনে পুষ্পস্তবক অর্পণের কোনো আলামত পাওয়া যায়নি। ছাত্রলীগ আগের ছবি দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে।

ওসির বক্তব্যের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আবু শেরশাহ আহম্মেদ বলেন, প্রশাসন দায়িত্ব এড়ানোর জন্য এসব কথা বলছে।

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়া-টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল

ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইল প্রতিনিধি
Update Time : ০৭:২৩:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইলে ঝটিকা মিছিল করেছেন কিছু নেতা-কর্মী। ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদে পাল্টা মিছিল করে ছাত্রদল ও টাঙ্গাইলে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট বাইপাস সড়কে জেলা ছাত্রলীগের ব্যানারে মিছিলটি করে এবং শনিবার (৪ জানুয়ারি) সকাল সাতটার দিকে টাঙ্গাইলের নিরালা মোড় এলাকা থেকে ঝটিকা মিছিলটি বের করা হয়। টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক ওরফে তানজীলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন এ মিছিলে অংশ নেন।

মিছিলে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শুভ শুভ শুভদিন, ছাত্রলীগের জন্মদিন’, ‘আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’—স্লোগান দেন।

ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে রাত ১১ টার দিকে পাল্টা মিছিল নিয়ে বের হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমান শাহীন ও সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে শহরের কুমারশীল মোড় এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্তরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল নেতাকর্মীরা।

টাঙ্গাইলে ছাত্রলীগের মিছিলের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আবু শেরশাহ আহম্মেদ সকালে তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠনের লোকজন কার্যক্রম চালাচ্ছে। আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীদের ওপর হামলাকারীরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তাহলে প্রশাসন কী করে?’

এ প্রসঙ্গে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মদ বলেন, আওয়ামী লীগ অফিসের সামনে পুষ্পস্তবক অর্পণের কোনো আলামত পাওয়া যায়নি। ছাত্রলীগ আগের ছবি দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে।

ওসির বক্তব্যের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আবু শেরশাহ আহম্মেদ বলেন, প্রশাসন দায়িত্ব এড়ানোর জন্য এসব কথা বলছে।