ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের ১৭জন কর্মচারীর বিদায় সংবর্ধনা

- Update Time : ০৯:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- / ৬৪৪ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের ১৭ জন অবসর প্রাপ্ত কর্মচারীর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জেলা ও দায়রা জজ আদালতের ২য় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জেলা ও দায়রা জজ শারমিন নিগার।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোঃ রবিউল আলম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আয়েশা আক্তার সুমি, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।
অবসরপ্রাপ্ত কর্মচারী (সংবর্ধিত)’রা হলেন জেলা ও দায়রা জজ আদালতের নাজির মোঃ সানাউল্লাহ তালুকদার, সেরেস্তাদার যথাক্রমে মহিউদ্দিন আহমেদ, মোঃ আবু সৈয়দ, মোঃ আবুল বাশার, মোঃ আব্দুল হক ভ‚ইয়া, মোঃ মুসলিম মিয়া, সেরেস্তা সহকারী যথাক্রমে মোঃ মজিবুর রহমান খান, মোঃ হারুন অর রশিদ, মোঃ এমরান সরকার, বেঞ্চ সহকারী তোফায়েল আহমেদ ভ‚ইয়া, বেঞ্চ সহকারী মোঃ সিরাজুল ইসলাম, সেরেস্তা সহকারী জহিরুল ইসলাম, জারি কারক মোঃ তাজুল ইসলাম, মোঃ আক্তারুজ্জামান, মোঃ নুরু মিয়া, তুলসী কুমার দাস ও অফিস সহায়ক আব্দুল করিম।
এসময় জজশীপ ও ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকগণ ও কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।