ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিল সফরে প্রধান বিচারপতি

জাতীয় ডেস্ক
  • Update Time : ০৫:২৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৭ Time View

বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক সংস্কার,পরিবেশ সংক্রান্ত বিচার, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার প্রশাসনে প্রযুক্তির উদ্ভাবনবিষয়ক এক কর্মসূচিতে অংশ নিতে ব্রাজিল সফরে গেছেন প্রধান বিচারপতি ড.সৈয়দ রেফাত আহমেদ।

এ সফরের অংশ হিসেবে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ১২ সেপ্টেম্বর দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

এরই অংশ হিসেবে তিনি সাও পাওলোতে অবস্থিত প্যালেস দ্য জাস্টিসিয়া পরিদর্শন করেন।

তিনি পরিদর্শনকালে সেখানে সাওপাওলো কোর্টের প্রেসিডেন্ট ফার্নান্দো অ্যান্টোনিও টরেস গার্সিয়াএর সঙ্গে এক পারস্পরিক মতবিনিময় সভায় মিলিত হন।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সুপ্রীম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

বৈঠকে উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,ফৌজদারি বিচার ব্যবস্থায় রেস্টোরেটিভ জাস্টিস ব্যবহার বৃদ্ধি এবং তার কার্যকর প্রয়োগের সম্ভাবনার বিষয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

এর পাশাপাশি উক্ত বৈঠকে বিচার ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিসহ স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি নিশ্চিতকল্পে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উভয় বিচারব্যবস্থার মধ্যে কারিগরি সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এ ছাড়া পরিদর্শনকালে প্রধান বিচারপতি সাওপাওলোর আদালতের ডাটা সেন্টার, ডিজিটাল আর্কাইভিং ম্যানেজমেন্টসহ দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্ববৃহৎ ফৌজদারি আদালত তথা সাও পাওলো ক্রিমিনাল কোর্ট আদালত পরিদর্শন করেন।

পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে প্রধান বিচারপতি ওই আদালতে রেস্টোরেটিভ জাস্টিসের প্রায়োগিক দিক ও এর সুফল সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেন।

প্রধান বিচারপতির এ সফরের মাধ্যমে বাংলাদেশের বিচারব্যবস্থার সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ব্রাজিলের জাতীয় হাইকোর্টের প্রধান বিচারপতি এন্টেনিও হারম্যান বেঞ্জামিনের আমন্ত্রণে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক সংস্কার,পরিবেশ সংক্রান্ত বিচার, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার প্রশাসনে প্রযুক্তির উদ্ভাবনবিষয়ক এক প্রোগ্রামে অংশ নিতে ১০ সেপ্টেম্বর ব্রাজিল সফরে যান।  

আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্রাজিলে অবস্থান করবেন প্রধান বিচারপতি।

উল্লেখ্য, সফরের পরবর্তী পর্যায়ে প্রধান বিচারপতি ব্রাজিলের প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করবেন।

এছাড়া, প্রধান বিচারপতি  উভয় দেশের বিচার বিভাগের মধ্যে  পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

ব্রাজিল সফরে প্রধান বিচারপতি

জাতীয় ডেস্ক
Update Time : ০৫:২৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক সংস্কার,পরিবেশ সংক্রান্ত বিচার, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার প্রশাসনে প্রযুক্তির উদ্ভাবনবিষয়ক এক কর্মসূচিতে অংশ নিতে ব্রাজিল সফরে গেছেন প্রধান বিচারপতি ড.সৈয়দ রেফাত আহমেদ।

এ সফরের অংশ হিসেবে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ১২ সেপ্টেম্বর দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

এরই অংশ হিসেবে তিনি সাও পাওলোতে অবস্থিত প্যালেস দ্য জাস্টিসিয়া পরিদর্শন করেন।

তিনি পরিদর্শনকালে সেখানে সাওপাওলো কোর্টের প্রেসিডেন্ট ফার্নান্দো অ্যান্টোনিও টরেস গার্সিয়াএর সঙ্গে এক পারস্পরিক মতবিনিময় সভায় মিলিত হন।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সুপ্রীম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

বৈঠকে উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,ফৌজদারি বিচার ব্যবস্থায় রেস্টোরেটিভ জাস্টিস ব্যবহার বৃদ্ধি এবং তার কার্যকর প্রয়োগের সম্ভাবনার বিষয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

এর পাশাপাশি উক্ত বৈঠকে বিচার ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিসহ স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি নিশ্চিতকল্পে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উভয় বিচারব্যবস্থার মধ্যে কারিগরি সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এ ছাড়া পরিদর্শনকালে প্রধান বিচারপতি সাওপাওলোর আদালতের ডাটা সেন্টার, ডিজিটাল আর্কাইভিং ম্যানেজমেন্টসহ দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্ববৃহৎ ফৌজদারি আদালত তথা সাও পাওলো ক্রিমিনাল কোর্ট আদালত পরিদর্শন করেন।

পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে প্রধান বিচারপতি ওই আদালতে রেস্টোরেটিভ জাস্টিসের প্রায়োগিক দিক ও এর সুফল সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেন।

প্রধান বিচারপতির এ সফরের মাধ্যমে বাংলাদেশের বিচারব্যবস্থার সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ব্রাজিলের জাতীয় হাইকোর্টের প্রধান বিচারপতি এন্টেনিও হারম্যান বেঞ্জামিনের আমন্ত্রণে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক সংস্কার,পরিবেশ সংক্রান্ত বিচার, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার প্রশাসনে প্রযুক্তির উদ্ভাবনবিষয়ক এক প্রোগ্রামে অংশ নিতে ১০ সেপ্টেম্বর ব্রাজিল সফরে যান।  

আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্রাজিলে অবস্থান করবেন প্রধান বিচারপতি।

উল্লেখ্য, সফরের পরবর্তী পর্যায়ে প্রধান বিচারপতি ব্রাজিলের প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করবেন।

এছাড়া, প্রধান বিচারপতি  উভয় দেশের বিচার বিভাগের মধ্যে  পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করবেন।