ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বৌদি মানেই যেন কুরুচিকর ইঙ্গিত: স্বস্তিকা

বিনোদন ডেস্ক
  • Update Time : ১২:৫৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৯৩ Time View

প্রথমবারের মতো টালিউডে সিনেমা পরিচালনায় আসছেন শৌর্য দেব। সেই সিনেমায় নতুনরূপে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। ওটিটির উমা বৌদি এবার বড়পর্দার ‘প্রোমোটার বৌদি’ হয়ে আসছেন। ‘প্রোমোটার’ বললে এমনই ছবি মাথায় আসে। বদ্ধমূল সেই ধারণা ভাঙতে এবার পর্দায় আসছেন অভিনেত্রী।

প্রোমোটার বললে সে পুরুষই হবে— এমনই একটা প্রচলিত ধারণা রয়েছে। স্বস্তিকা বলেন, নব্বইয়ের দশকের বাণিজ্যিক মসলা সিনেমার স্বাদ আবার ফিরিয়ে দেবে এই ‘প্রোমোটার বৌদি’। একদিকে যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকদের নিয়ে দর্শকমহলে আলোচনা হয়, ঠিক তেমনই বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে অঞ্জন চৌধুরী,প্রভাত রায়, হরনাথ চক্রবর্তী, রবি কিনাগীর মতো পরিচালকদের সমান অবদান রয়েছে বলে জানান অভিনেত্রী।

তিনি বলেন, মূলধারার বাণিজ্যিক সিনেমা থেকেই তো আমার শুরু। এখনো শহরতলিতে গেলে ‘প্রিয়তমা’, ‘সাথীহারা’ সিনেমা নিয়ে আলোচনা করেন দর্শকরা। সেই স্বাদই এ সিনেমায় তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক শৌর্য দেব। দুর্দান্ত ভাসান নাচও আছে এ সিনেমায়। প্রোমোটার ভিলেনও রয়েছে এখানে।

মূলত ‘প্রোমোটার বৌদি’ সিনেমাটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের গল্পই বলবে বলে জানান স্বস্তিকা। অভিনেত্রী বলেন, ইদানীং বড়পর্দায় শহুরে সমস্যা। শহুরে গল্পের ছোঁয়া বেশি দেখা যায়।  কিন্তু নিম্ন-মধ্যবিত্ত পরিবারেরও অনেক সমস্যা থাকে। এ শহরে নিম্নবিত্তের সংখ্যাই বেশি। তাদের জীবনে অনেক সমস্যা আছে। তবে এই কাহিনিতে বাণিজ্যিক ঘরানার গল্পে যা যা উপাদান প্রয়োজন, সব আছে বলেও জানান স্বস্তিকা।

পুরো শহরজুড়ে শুটিং হয়েছে এ সিনেমার। পরিচালক শৌর্যও ইন্ডাস্ট্রিতে নতুন। এটি তার প্রথম কাজ। এ সিনেমাটি আগামী বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে বলে জানান স্বস্তিকা, ২৭ ফেব্রুয়ারি এমন একটা তারিখ পাওয়া গেছে, যেদিন বাংলা ও হিন্দি কোনো সিনেমা মুক্তি পাবে না।

অনেকেই এ বিষয় নিয়ে চিন্তা করেন। আমায় এসে বলেন, সেদিন বড় সংস্থার সিনেমা মুক্তি পাবে। তখন আমি ভাবি— আর কবে বড় হব? কলকাতা এবং বাইরে সমান তালে কাজ করছি। এখনো যদি ভাবতে হয়, তাহলে সারাক্ষণ পাপারাজ্জি নিয়ে ঘুরতে হবে। আমি নিজের কাজটা মন দিয়ে করতে চাই।

‘প্রোমোটার বৌদি’ সিনেমার গল্পে উঠে এসেছে— দুই সন্তান, স্বামী নিয়ে স্বস্তিকার সংসার। সেই হিসাবে পাড়ার সবাই তাকে বৌদি বলে ডাকে। এ বিষয়ে স্বস্তিকা বলেন, আমার পাড়াতেও দেখেছি— মাকে সবাই বৌদি বলেই ডাকত। এখন সামাজিক মাধ্যমের বদৌলতে ‘বৌদি’ শব্দটি কুরুচিকর ইঙ্গিতে ব্যবহার করা হয়। সেটি তো আদপে নয়।

তিনি বলেন, বৌদি শব্দটার মধ্যে পারিবারিক, মিষ্টি, আপন ব্যাপার আছে। এখানেও আমার চরিত্রটা ও রকমই। এই সিনেমা দেখলে তার শুরুর দিনগুলোয় ফিরে যাবেন দর্শকরা। আমি পেশায় প্রোমোটার, তাই নাম প্রোমোটার বৌদি বলে জানান স্বস্তিকা।

Please Share This Post in Your Social Media

বৌদি মানেই যেন কুরুচিকর ইঙ্গিত: স্বস্তিকা

বিনোদন ডেস্ক
Update Time : ১২:৫৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

প্রথমবারের মতো টালিউডে সিনেমা পরিচালনায় আসছেন শৌর্য দেব। সেই সিনেমায় নতুনরূপে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। ওটিটির উমা বৌদি এবার বড়পর্দার ‘প্রোমোটার বৌদি’ হয়ে আসছেন। ‘প্রোমোটার’ বললে এমনই ছবি মাথায় আসে। বদ্ধমূল সেই ধারণা ভাঙতে এবার পর্দায় আসছেন অভিনেত্রী।

প্রোমোটার বললে সে পুরুষই হবে— এমনই একটা প্রচলিত ধারণা রয়েছে। স্বস্তিকা বলেন, নব্বইয়ের দশকের বাণিজ্যিক মসলা সিনেমার স্বাদ আবার ফিরিয়ে দেবে এই ‘প্রোমোটার বৌদি’। একদিকে যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকদের নিয়ে দর্শকমহলে আলোচনা হয়, ঠিক তেমনই বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে অঞ্জন চৌধুরী,প্রভাত রায়, হরনাথ চক্রবর্তী, রবি কিনাগীর মতো পরিচালকদের সমান অবদান রয়েছে বলে জানান অভিনেত্রী।

তিনি বলেন, মূলধারার বাণিজ্যিক সিনেমা থেকেই তো আমার শুরু। এখনো শহরতলিতে গেলে ‘প্রিয়তমা’, ‘সাথীহারা’ সিনেমা নিয়ে আলোচনা করেন দর্শকরা। সেই স্বাদই এ সিনেমায় তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক শৌর্য দেব। দুর্দান্ত ভাসান নাচও আছে এ সিনেমায়। প্রোমোটার ভিলেনও রয়েছে এখানে।

মূলত ‘প্রোমোটার বৌদি’ সিনেমাটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের গল্পই বলবে বলে জানান স্বস্তিকা। অভিনেত্রী বলেন, ইদানীং বড়পর্দায় শহুরে সমস্যা। শহুরে গল্পের ছোঁয়া বেশি দেখা যায়।  কিন্তু নিম্ন-মধ্যবিত্ত পরিবারেরও অনেক সমস্যা থাকে। এ শহরে নিম্নবিত্তের সংখ্যাই বেশি। তাদের জীবনে অনেক সমস্যা আছে। তবে এই কাহিনিতে বাণিজ্যিক ঘরানার গল্পে যা যা উপাদান প্রয়োজন, সব আছে বলেও জানান স্বস্তিকা।

পুরো শহরজুড়ে শুটিং হয়েছে এ সিনেমার। পরিচালক শৌর্যও ইন্ডাস্ট্রিতে নতুন। এটি তার প্রথম কাজ। এ সিনেমাটি আগামী বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে বলে জানান স্বস্তিকা, ২৭ ফেব্রুয়ারি এমন একটা তারিখ পাওয়া গেছে, যেদিন বাংলা ও হিন্দি কোনো সিনেমা মুক্তি পাবে না।

অনেকেই এ বিষয় নিয়ে চিন্তা করেন। আমায় এসে বলেন, সেদিন বড় সংস্থার সিনেমা মুক্তি পাবে। তখন আমি ভাবি— আর কবে বড় হব? কলকাতা এবং বাইরে সমান তালে কাজ করছি। এখনো যদি ভাবতে হয়, তাহলে সারাক্ষণ পাপারাজ্জি নিয়ে ঘুরতে হবে। আমি নিজের কাজটা মন দিয়ে করতে চাই।

‘প্রোমোটার বৌদি’ সিনেমার গল্পে উঠে এসেছে— দুই সন্তান, স্বামী নিয়ে স্বস্তিকার সংসার। সেই হিসাবে পাড়ার সবাই তাকে বৌদি বলে ডাকে। এ বিষয়ে স্বস্তিকা বলেন, আমার পাড়াতেও দেখেছি— মাকে সবাই বৌদি বলেই ডাকত। এখন সামাজিক মাধ্যমের বদৌলতে ‘বৌদি’ শব্দটি কুরুচিকর ইঙ্গিতে ব্যবহার করা হয়। সেটি তো আদপে নয়।

তিনি বলেন, বৌদি শব্দটার মধ্যে পারিবারিক, মিষ্টি, আপন ব্যাপার আছে। এখানেও আমার চরিত্রটা ও রকমই। এই সিনেমা দেখলে তার শুরুর দিনগুলোয় ফিরে যাবেন দর্শকরা। আমি পেশায় প্রোমোটার, তাই নাম প্রোমোটার বৌদি বলে জানান স্বস্তিকা।