ব্রেকিং নিউজঃ
বেরোবির শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্টের পদত্যাগ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
- Update Time : ০৬:০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
- / ৯৭ Time View
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের পরেই একের পর এক প্রভোস্ট পদত্যাগ করেছেন। এরই ধারাবাহিকতায় শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মো. শাহিনুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি বুধবার (১৪ আগস্ট) পদত্যাগ করেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।
এর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট মীর তামান্না ছিদ্দিকাসহ প্রভোস্টবডির ৮ জন পদত্যাগ করেন। গত শুক্রবার (৯ আগস্ট) রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ।