ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বেরোবিতে শিক্ষার্থীদের যাতায়াতে ৭টি বাস উদ্বোধন

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
  • Update Time : ০৭:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪২৭৯ Time View

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়য়ের (বেরোবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পরিবহন পুলে যুক্ত হয়েছে আরো সাতটি বাস।

রোববার (১৪ সেপ্টেম্বর)  বৃষ্টিস্নাত সকালে এক আনন্দঘন পরিবেশে নতুন সাতটি বাসের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

অনুষ্ঠানে বেরোবি উপাচার্য বলেন, ৭টি বাস যুক্ত হওয়ার ফলে শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সমস্যা দূর হবে। ইউজিসি থেকে একসাথে ৭টি বাস পাওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য বড়প্রাপ্তি। শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশেদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান প্রশাসন বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মো. মাসুদ রানা, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

বেরোবিতে শিক্ষার্থীদের যাতায়াতে ৭টি বাস উদ্বোধন

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
Update Time : ০৭:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়য়ের (বেরোবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পরিবহন পুলে যুক্ত হয়েছে আরো সাতটি বাস।

রোববার (১৪ সেপ্টেম্বর)  বৃষ্টিস্নাত সকালে এক আনন্দঘন পরিবেশে নতুন সাতটি বাসের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

অনুষ্ঠানে বেরোবি উপাচার্য বলেন, ৭টি বাস যুক্ত হওয়ার ফলে শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সমস্যা দূর হবে। ইউজিসি থেকে একসাথে ৭টি বাস পাওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য বড়প্রাপ্তি। শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশেদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান প্রশাসন বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মো. মাসুদ রানা, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।