ব্রেকিং নিউজঃ
বেরোবিতে শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি
- Update Time : ০৫:৪২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ৩৫ Time View

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৭ অক্টোবর, ২০২৫) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় বেরোবি নিপীড়নবিরোধী ছাত্রজোটের আয়োজনে ‘আবরার থেকে আবু সাঈদ’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
এ সময় তিনি বলেন, শহীদ আবরার ফাহাদ ও শহীদ আবু সাঈদ একই চেতনার দুই আলোকবর্তিকা। তারা উভয়েই দেশপ্রেম, ন্যায়বিচার ও স্বাধীন চিন্তার প্রতীক। উপাচার্য বলেন, আবরার তাঁর কলম ও সাহসিকতায় জাতিকে জাগিয়ে তুলেছিলেন, আর আবু সাঈদ তাঁর প্রাণ দিয়ে প্রমাণ করেছেন—এই জাতি আর কখনো অন্যায়ের কাছে নত হবে না। তিনি বলেন, এই দুই তরুণ শহীদের ত্যাগ আমাদের জাতিসত্তার নতুন ভিত্তি গড়ে দিয়েছে। ভবিষ্যতে যেন আর কোনো তরুণকে অন্যায়ের বলি হতে না হয়, তা নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ইলিয়াছ প্রামানিক। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ-আল-মাহবুব। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ এবং সঞ্চালনা করেন গণিত বিভাগের শিক্ষার্থী খাদিমুল সরদার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়