বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষেধ, শিক্ষার্থীদের সঙ্গে থাকতে হবে আইডি কার্ড

- Update Time : ০৭:২৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / ১২১ Time View
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জুমাতুল বিদা,শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো.ফেরদৌস রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ মার্চ ২০২৫ তারিখ থেকে ০৫ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত ‘জুমাতুল বিদা’, ‘শব-ই-কদর’ ও ‘ঈদ-উল-ফিতর’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই সময়ে বেরোবির সকল শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য বলা হলো।