ব্রেকিং নিউজঃ
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নওরোজ ডেস্ক
- Update Time : ১০:৫২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ১২০ Time View
গ্যাস পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে দেশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না। বুধবার (৪ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) মনোহরদী অফট্রান্সমিশন পয়েন্টে জরুরি টাই-ইন কাজের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত মনোহরদী উপজেলা সদর ও গোতাশিয়া এলাকা এবং কিশোরগঞ্জ জেলা সদর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
নওরোজ/এসএইচ