বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই
বৃষ্টিতে কাটা গেলো ওভার, এখন ৩৭ ওভারের ম্যাচ

- Update Time : ০৮:৩৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ১৮১ Time View
বৃষ্টির কারণে অনেকটা সময় ধরে বন্ধ ছিল বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। তবে এরপর কিছুক্ষণ বৃষ্টি ছিল না। ফলে মাঠ পরিচর্যার কাজ শুরু হয়।
আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করে জানান, খেলা কমিয়ে আনা হচ্ছে ৪০ ওভারে। এই ঘোষণা দেওয়ার পরপরই ফের নামে বৃষ্টি। আবার কভারে ঢাকা হয় মাঠ।
অবশেষে ম্যাচটি ফের মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ সময় রাত আটটায়। বৃষ্টিতে অনেকটা সময় খেলা বন্ধ থাকায় কেটে ফেলা হয়েছে ১৩ ওভার করে। অর্থাৎ ৩৭ ওভারের ম্যাচ হবে এখন।
বৃষ্টির আগে ৩০ ওভারে ৫ উইকেটে ১৫৩ রান ছিল বাংলাদেশের। মেহেদি হাসান মিরাজ ৬০ আর মুশফিকুর রহিম ৫ রান নিয়ে ব্যাটিং করছিলেন।
তানজিদ হাসান তামিমের মতো টানা দ্বিতীয় ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। তবে তামিম আর মিরাজ দারুণ ব্যাটিং করলেও টপ আর মিডল অর্ডারের বাকিরা করেছেন হতাশ।
লিটন দাস ৫, নাজমুল হোসেন শান্ত ২, মুশফিকুর রহিম ৮ আর মাহমুদউল্লাহ রিয়াদ আউট হয়েছেন ১৮ রান করেই।
বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ। গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
প্রথম দুই ওভারেই ১৮ রান তুলে নেয় টাইগাররা। কিন্তু তৃতীয় ওভারের প্রথম বলে উইকেট দিয়ে আসেন লিটন দাস। রিস টপলের লেগ সাইডে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষকের ক্যাচ হয়ে ফেরেন লিটন (৬ বলে ৫)।
টপলের পরের ওভারে উইকেট বিলিয়ে দেন অধিনায়ক শান্তও। ১১ বলে ১ করে ডিপ থার্ডম্যানে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটার। ২৬ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।
এরপর তানজিদ তামিম আর মেহেদি হাসান মিরাজ গড়েন ৫২ রানের জুটি। তানজিদ আগের ম্যাচে খেলেছিলেন ৮৪ রানের ইনিংস। সেঞ্চুরির আশা জাগিয়ে পারেননি।
এবার ফিফটির কাছে এসে হতাশ হয়ে ফেরেন তামিম। তার দারুণ এক ইনিংসের সমাপ্তি ঘটেছে মার্ক উডের গতিময় এক ডেলিভারিতে। উডের বলটি ইনসাইডেজ হয়ে ভেঙে যায় স্টাম্প। ৪৪ বলে ৪৫ রানের ইনিংসে ৭টি চার আর ১টি ছক্কা হাঁকান বাঁহাতি এই ওপেনার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়