বুটেক্সে ফুটবল ফিয়েস্তা ২.০ এর ফাইনালে চ্যাম্পিয়ন টিএফডি বিভাগ
- Update Time : ০২:৫৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ১৬৫ Time View
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বুটেক্স স্পোর্টস ক্লাব আয়োজিত ‘আসুটেক্স প্রেজেন্টস ফুটবল ফিয়েস্তা ২.০’-এর ফাইনাল পর্ব। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ২টায় বুটেক্স কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (টিএফডি) বিভাগ এবং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।
রোমাঞ্চকর এই লড়াইয়ে নির্ধারিত সময়ের খেলা ১–১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। তাতেও সমতা ভাঙতে না পারলে টাইব্রেকারে সিদ্ধান্ত হয় চ্যাম্পিয়নের। সেখানেই ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে ৪–৩ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। খেলা ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দর্শকদের উচ্ছ্বাস।
টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টিএফডি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইমরান নির্বাচিত হন ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। দলের অধিনায়ক ও ৪৭তম ব্যাচের শিক্ষার্থী দেবাশীষ মিস্ত্রী তীর্থ ফাইনালে নায়কোচিত পারফরম্যান্সের জন্য পান ম্যান অব দ্য ফাইনাল খেতাব। আর টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন টিএফডি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী রাফিদ হাসান।
এর আগে ২ নভেম্বর অনুষ্ঠিত সেমিফাইনালে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ টাইব্রেকারে ৩–১ গোলে পরাজিত করে টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগকে। অপর সেমিফাইনালে টিএফডি বিভাগ ২–১ ব্যবধানে হারায় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগকে।
উল্লেখ্য, ২১ অক্টোবর বুটেক্স অডিটোরিয়ামে উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের উদ্বোধনের মধ্য দিয়ে ‘ফুটবল ফিয়েস্তা ২.০’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দুটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ১১টি দল অংশ নেয় এবারের টুর্নামেন্টে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































