ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিস্ফোরক মন্তব্যের জেরে লিভারপুল থেকে বাদ পড়লেন সালাহ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ১১:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / ১৮ Time View

বিস্ফোরক সাক্ষাৎকারের পর লিভারপুল দলে জায়গা হারিয়েছেন মোহামেদ সালাহ। মিশরীয় তারকাকে ছাড়াই ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের জন্য ১৯ জনের স্কোয়াড দিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

সবশেষ তিন ম্যাচে সালাহকে বেঞ্চে রেখে শুরু করেন লিভারপুল কোচ আর্না স্লট। সবশেষ গত শনিবার লিডস ইউনাইটেডের সঙ্গে ৩-৩ ড্র ম্যাচে খেলার সুযোগই পাননি তিনি।

ম্যাচের পর জমে থাকা ক্ষোভ উগড়ে দেন এই তারকা। কোনোরকম রাখঢাক না করেই ইঙ্গিত করেন কোচের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরার দিকে। বলেন, দলে ‘কেউ একজন চায় যেন সব দোষ আমার ওপর পড়ুক।’

সূত্রের বরাত দিয়ে বিবিসি লিখেছে, স্লটের পূর্ণ সমর্থন নিয়েই সালাহকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই খেলোয়াড়ের প্রকাশ্যে মন্তব্যের ধরন ও সময় বিবেচনা করে তাকে অল্প সময়ের জন্য দল থেকে দূরে রাখাকে শ্রেয় বলে মনে করছে ক্লাব কর্তৃপক্ষ।

তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে ধারণা করা হচ্ছে।

৩৩ বছর বয়সী সালাহ আগামী সোমবার আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য রওনা হবেন এবং শনিবার ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ।

গত ১ নভেম্বরের পর থেকে লিভারপুলের হয়ে গোল করতে পারেননি সালাহ। এই মৌসুমে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ১৮ ম্যাচে তিনি গোল করতে পেরেছেন পাঁচটি।

সব মিলিয়ে লিভারপুলের হয়ে ৪২০ ম্যাচে ২৫০ গোল করেছেন সালাহ। গত মৌসুমে প্রিমিয়ার লিগে আসরের সর্বোচ্চ ২৯ গোল করে দলের শিরোপা জয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন তিনি।

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া সালাহ দলটির সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেন গত এপ্রিলে।

সালাহর মতো লিভারপুলের জন্যও কঠিন এক মৌসুম কাটছে এবার। প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে পাঁচ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৩ নম্বরে।

মঙ্গলবার মিলানে ইন্টারের মুখোমুখি হবে স্লটের দল।

Please Share This Post in Your Social Media

বিস্ফোরক মন্তব্যের জেরে লিভারপুল থেকে বাদ পড়লেন সালাহ

স্পোর্টস ডেস্ক
Update Time : ১১:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

বিস্ফোরক সাক্ষাৎকারের পর লিভারপুল দলে জায়গা হারিয়েছেন মোহামেদ সালাহ। মিশরীয় তারকাকে ছাড়াই ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের জন্য ১৯ জনের স্কোয়াড দিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

সবশেষ তিন ম্যাচে সালাহকে বেঞ্চে রেখে শুরু করেন লিভারপুল কোচ আর্না স্লট। সবশেষ গত শনিবার লিডস ইউনাইটেডের সঙ্গে ৩-৩ ড্র ম্যাচে খেলার সুযোগই পাননি তিনি।

ম্যাচের পর জমে থাকা ক্ষোভ উগড়ে দেন এই তারকা। কোনোরকম রাখঢাক না করেই ইঙ্গিত করেন কোচের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরার দিকে। বলেন, দলে ‘কেউ একজন চায় যেন সব দোষ আমার ওপর পড়ুক।’

সূত্রের বরাত দিয়ে বিবিসি লিখেছে, স্লটের পূর্ণ সমর্থন নিয়েই সালাহকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই খেলোয়াড়ের প্রকাশ্যে মন্তব্যের ধরন ও সময় বিবেচনা করে তাকে অল্প সময়ের জন্য দল থেকে দূরে রাখাকে শ্রেয় বলে মনে করছে ক্লাব কর্তৃপক্ষ।

তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে ধারণা করা হচ্ছে।

৩৩ বছর বয়সী সালাহ আগামী সোমবার আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য রওনা হবেন এবং শনিবার ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ।

গত ১ নভেম্বরের পর থেকে লিভারপুলের হয়ে গোল করতে পারেননি সালাহ। এই মৌসুমে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ১৮ ম্যাচে তিনি গোল করতে পেরেছেন পাঁচটি।

সব মিলিয়ে লিভারপুলের হয়ে ৪২০ ম্যাচে ২৫০ গোল করেছেন সালাহ। গত মৌসুমে প্রিমিয়ার লিগে আসরের সর্বোচ্চ ২৯ গোল করে দলের শিরোপা জয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন তিনি।

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া সালাহ দলটির সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেন গত এপ্রিলে।

সালাহর মতো লিভারপুলের জন্যও কঠিন এক মৌসুম কাটছে এবার। প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে পাঁচ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৩ নম্বরে।

মঙ্গলবার মিলানে ইন্টারের মুখোমুখি হবে স্লটের দল।