ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া প্রত্যেককে দেওয়া হচ্ছে ৫ হাজার টাকা মিরপুরে আগুনে ১৬ জনের লাশ উদ্ধার, তল্লাশি চলছে সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে একমাত্র শেয়ারধারী পরিচালকের পদত্যাগ ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান বাংলাদেশ ও বিএনপি : আগামী নির্বাচনে সম্ভাবনার দিগন্ত প্রধান বিচারপতির সঙ্গে সুইডেন ও নরওয়ের ৯ তরুণ রাজনীতিবিদের সাক্ষাৎ নভেম্বরে গণভোট চায় জামায়াত লুটপাট করে সার কারখানা ধ্বংস করে দিয়েছে আ.লীগ সরকার – মঈন খাঁন রাস্তায় ফেলে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র নয়: হাসনাত আব্দুল্লাহ সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় আফগান-পাকিস্তান সংঘর্ষ স্থগিত: কাবুল

বিশ্বকাপে পা রাখল বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ১২:২১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ১৭০ Time View

ক্ষুদ্রতম দেশ হিসেবে ফিফা বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে কেপ ভার্দে।

পশ্চিম আফ্রিকার দেশটিকে ম্যাপে খুঁজে পাওয়া মুশকিল, জুম করে দেখলেও বিন্দুর মতন দেখা যাবে। আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম দেশ হিসেবে ফিফা বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে কেপ ভার্দে। জনসংখ্যার দিক থেকে আইসল্যান্ডের পর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে পা রাখল তারা।

পশ্চিম আফ্রিকার দেশটির আয়তন স্রেফ মাত্র ৪ হাজার ৫৫ বর্গ কিলোমিটার। যা ঢাকা বিভাগের থেকেও অনেক ছোট। তাদের জনসংখ্যা মোটে ৫ লাখের আশেপাশে। ঢাকা শহরের অনেক ওয়ার্ডেও এরচেয়ে বেশি মানুষের বাস।

সোমবার বাছাইপর্বে এসওয়াতিনিকে ৩-০ গোলে হারিয়ে কেপ ভার্দে তাদের প্রথম ফিফা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে। দ্বীপ দেশটি এরপর ভেসে উঠে উৎসবে।

ডাইলন লিভ্রামেন্টো, উইলি সেমেডো এবং স্টপিরা গোল করে তাদের দেশকে আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই শোপিস ইভেন্টে নিয়ে যান। কেপ ভার্দে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-তে শীর্ষে রয়েছে। তারা সাতটিতে জয়লাভ করেছে, দুটিতে ড্র করেছে এবং মাত্র একবার হেরেছে।’ডি’ গ্রুপে তারা পেছনে ফেলেছে ক্যামেরুনের মতন দলকে। এর আগের ম্যাচেই বিশ্বকাপ নিশ্চিত হতে পারত তাদের। তবে লিবিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে থাকে অপেক্ষায়। অবশেষে এসওয়াতিনিকে উড়িয়ে ইতিহাস গড়ল।

লিভ্রামেন্টো ৪৮তম মিনিটে ব্লু শার্কসের হয়ে গোলের সূচনা করেন, ছয় মিনিট পরে সেমেডো তাদের দ্বিতীয় গোলটি করেন। ৮৬তম মিনিটে আসা স্টপিরা দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে কেপ ভার্দের তৃতীয় গোলটি করেন।

Please Share This Post in Your Social Media

বিশ্বকাপে পা রাখল বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ

স্পোর্টস ডেস্ক
Update Time : ১২:২১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

পশ্চিম আফ্রিকার দেশটিকে ম্যাপে খুঁজে পাওয়া মুশকিল, জুম করে দেখলেও বিন্দুর মতন দেখা যাবে। আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম দেশ হিসেবে ফিফা বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে কেপ ভার্দে। জনসংখ্যার দিক থেকে আইসল্যান্ডের পর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে পা রাখল তারা।

পশ্চিম আফ্রিকার দেশটির আয়তন স্রেফ মাত্র ৪ হাজার ৫৫ বর্গ কিলোমিটার। যা ঢাকা বিভাগের থেকেও অনেক ছোট। তাদের জনসংখ্যা মোটে ৫ লাখের আশেপাশে। ঢাকা শহরের অনেক ওয়ার্ডেও এরচেয়ে বেশি মানুষের বাস।

সোমবার বাছাইপর্বে এসওয়াতিনিকে ৩-০ গোলে হারিয়ে কেপ ভার্দে তাদের প্রথম ফিফা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে। দ্বীপ দেশটি এরপর ভেসে উঠে উৎসবে।

ডাইলন লিভ্রামেন্টো, উইলি সেমেডো এবং স্টপিরা গোল করে তাদের দেশকে আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই শোপিস ইভেন্টে নিয়ে যান। কেপ ভার্দে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-তে শীর্ষে রয়েছে। তারা সাতটিতে জয়লাভ করেছে, দুটিতে ড্র করেছে এবং মাত্র একবার হেরেছে।’ডি’ গ্রুপে তারা পেছনে ফেলেছে ক্যামেরুনের মতন দলকে। এর আগের ম্যাচেই বিশ্বকাপ নিশ্চিত হতে পারত তাদের। তবে লিবিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে থাকে অপেক্ষায়। অবশেষে এসওয়াতিনিকে উড়িয়ে ইতিহাস গড়ল।

লিভ্রামেন্টো ৪৮তম মিনিটে ব্লু শার্কসের হয়ে গোলের সূচনা করেন, ছয় মিনিট পরে সেমেডো তাদের দ্বিতীয় গোলটি করেন। ৮৬তম মিনিটে আসা স্টপিরা দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে কেপ ভার্দের তৃতীয় গোলটি করেন।