বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- Update Time : ০৭:০০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
- / ১৭৭ Time View
ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি কেটে যাবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন পরিস্থিতি মোটামুটি নরমাল হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মুন্সিগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি কেটে যাবে। এখন পরিস্থিতি মোটামুটি নরমাল হয়ে গেছে। যেহেতু ৩১, ১ ও ২ বিশ্ব ইজতেমার যে তারিখ আছে জুবায়েরপন্থীদের ওই তারিখেই হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই লাখ দুই হাজার অপারেশনাল পুলিশ আছে। প্রায় ১২ হাজারের মতো আছে সিভিল ও অন্যান্য। পুলিশ এখন পুরোপুরি ফাংশনাল। র্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য সশস্ত্র বাহিনী দিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কোনো অসুবিধা হবে না।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, সেনাবাহিনীর কর্মকর্তা মেজর রাফিসহ র্যাব, ফায়ার সার্ভিস, কৃষি অধিদপ্তর ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নওরোজ/এসএইচ








































































































































































































