বিরলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

- Update Time : ০৯:৩০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
- / ২১ Time View
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মোড়ে অবস্থিত ইউনিটি ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে বিরলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ক্যাম্প চলে বিরল পৌর—শহরের প্রাণকেন্দ্র বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে। সম্পূর্ণ বিনা ভিজিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রায় চারশত জন রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেন।
ক্যাম্পে আগত রোগীরা ডাক্তারের সুপরামর্শ এবং ব্যবহারে সন্তুষ্ট প্রকাশ করেন। একইসাথে এরকম ক্যাম্প আরো যাতে হয় সেটারও আশাবাদ ব্যক্ত করেন।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, মেডিসিন ও ডায়াবেটিস রোগের ডাক্তার মোঃ ফাহিম উল হাসান, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার মোঃ রিয়াসাদ মাহবুব, মেডিসিন ও ডায়াবেটিস রোগের ডাক্তার মোঃ মাহাবুব মোর্শেদ, বন্ধ্যাত্ব, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডাক্তার আইনুন আক্তার লুনা।